১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দাপুটে শুরু পায় মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা। ১১ ওভারে বিনা উইকেটে খুলনার স্কোরবোর্ডে জমা পড়ে ৯০ রান। পল স্টার্লিংয়ের মারকুটে ব্যাটিংয়ে এ দুর্দান্ত সূচনা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি খুলনা।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে খুলনা টাইটান্স। স্টার্লিং ৪৬ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৬১ রান করেন। এছাড়া জুনায়েদ সিদ্দিক ৩০ বলে ৩৩, রিয়াদ ১৭ বলে ২৪ রান করেন।
রংপুরের পক্ষে শফিউল ইসলাম ২টি এবং মাশরাফি, ফরহাদ রেজা ও হাওয়েল ১টি করে উইকেট লাভ করেন।
এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রাইলে রুশো ও রবি বোপারার ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৬৯ রান করে রংপুর রাইডার্স।
রুশো ৫২ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৭৬ এবং বোপারা ২৯ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৪০ রান করেন। এছাড়া মিঠুন ১৯ এবং অ্যালেক্স হেলস ১৫ রান করেন।
খুলনার পক্ষে আলী খান, জহির খান ও ব্রাথওয়েট ১টি করে উইকেট লাভ করেন।
দুই ম্যাচে রংপুরের এটি প্রথম জয়।