টাইগাররা তৃতীয় দিনের খেলা শেষ করেছিল ৩ উইকেটে ৪৭ রান সংগহ করে। জয়ের প্রত্যাশায় ক্যারিবিয়ানদের সামনে ভালো লক্ষ্য ছুড়ে দিতে টেস্টের চতুর্থ দিন শনিবার সকালে প্রথম সেশনে ব্যাটিংয়ে নামেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হক ও মুশফিকুর রহিম।
কর্নওয়ালের বলে এলবিডব্লু হয়ে ৪৭ বলে মাত্র ১৮ রান করেই মুশফিক মাঠ ছাড়লেও, নিজের ৪১তম টেস্টে তামিম ইকবালকে টপকে গিয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
চট্টগ্রাম টেস্ট: তৃতীয় দিন শেষে ২১৮ রানে এগিয়ে বাংলাদেশ
চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় সেশনে নিজের টেস্ট ক্যারিয়ারে দশমবারের মতো শতক স্পর্শ করেন মুমিনুল হক। ১৮২ বলে ১১৫ রান করে আউট হন তিনি। এছাড়া ১১২ বলে ৬৯ রানের ইনিংস খেলেছেন লিটন দাস।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ উইকেটে ২২২ রান তুলে ৩৯৩ রানের লিড দিয়েছে বাংলাদেশ।
এর আগে শুক্রবার দ্বিতীয় ইনিংসে টাইগারদের ব্যাটিংয়ের শুরুটা একেবারেই ভালো হয়নি। ওপেনার তামিম ইকবাল এবং তিনে নামা নাজমুল হোসেন শান্ত কোনো রান করেই ফিরে যান। ইনিংসের দ্বিতীয় ওভারে রাহকিম কর্নওয়েলের শিকার হন তারা। এরপর আরেক ওপেনার সাদমান ইসলামকেও ফিরিয়ে দেন শ্যানন গ্যাব্রিয়েল।
ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম সেশনেই ৩ উইকেট শিকার টাইগারদের
চতুর্থ উইকেটে অধিনায়ক মুমিনুল হক ও মুশফিকুর রহিমের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে ৪৭ রানে দিন শেষ করে। দুজন ক্রিজে অপরাজিত আছেন যথাক্রমে ৩১ ও ১০ রান নিয়ে।
এর আগে, ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ২৫৯ রানে গুটিয়ে দিয়ে ১৭১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট শুরু করে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের এক পর্যায়ে পাঁচ উইকেটে ছিল ২৫৩ রান। তবে শেষের ছয় রানে সফরকারী দল পাঁচটি উইকেট হারিয়ে ৯৬.১ ওভারে ২৫৯ রানে অলআউট হয়।
একদিন আগে নিজের অভিষেক টেস্ট সেঞ্চুরির পরে আজ মেহেদী হাসান মিরাজ চার উইকেট শিকার করেন।
অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ক্যারিবীয় দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন।
চট্টগ্রাম টেস্ট: মেহেদীর সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৪৩০
ষষ্ঠ উইকেটে ব্ল্যাকউড এবং জশুয়া ডি সিলভা ৯৯ রানের জুটি গড়েন। সিলভা ৪২ এবং ব্ল্যাকউড ৬৮ রান করে করে ফেরার পর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে।
বাংলাদেশের পক্ষে মেহেদী ৫৮ রানে চারটি এবং মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও নাঈম হাসান দুটি করে উইকেট নেন।
ডানহাতি অলরাউন্ডার মেহেদীর সেঞ্চুরির সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ৪৩০ রানে। প্রথম দিনে স্বাগতিক দলের বেশির ভাগ ব্যাটসম্যান ভালো শুরু করতে পারলেও ইনিংসগুলো বড় করতে পারেননি। মেহেদী আট নম্বরে নেমে ১৬৮ বলে ১৩ বাউন্ডারিতে ১০৩ রান করেন।