ঢাকা, ০৬ সেপ্টেম্বর (ইউএনবি)- চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৪২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে সফররত আফগানিস্তান।
টেস্ট ক্রিকেটে এটি তাদের দলীয় সর্বোচ্চ ইনিংস। এর আগে তাদের সর্বোচ্চ স্কোর ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ৩১৪ রান।
শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫ উইকেটে ২৭১ রান নিয়ে সফরকারীদের দ্বিতীয় দিনের খেলা শুরু করেন আগের দিন অপরাজিত থাকা ব্যাটসম্যান আসগর আফগান ও আফছার জাজাই। তবে স্কোরবোর্ডে ৭১ রান যোগ করতেই ২১ ওভারে বাকি ৫ উইকেটে হারায় তৃতীয় টেস্ট খেলতে নামা আফগানিস্তান।
দ্বিতীয় দিনেও তাইজুলের ইসলামের উইকেট ঝুলিতে আরও দুই শিকার যোগ হয়। আসগর আফগানকে ৯২ রানে এবং আফছার জাজাইকে ব্যক্তিগত ৪১ রানে থামান এই বাঁহাতি স্পিনার।
ব্যক্তিগত ৫১ রানে অধিনায়ক রশিদ খানকে বিদায় করে আফগানদের প্রথম ইনিংসের সমাপ্তি টানেন মেহেদি হাসান মিরাজ।
এই ইনিংসে ১১৬ রানে ৪ উইকেট শিকার করে টাইগারদের সেরা বোলার তাইজুল। সাকিব আল হাসান ও নাঈম হাসান দুটি করে উইকেট শিকার করেন।