অপ্রত্যাশিতবাবে মাউরিসিও পচেত্তিনোকে ছাঁটাই করার পর লেস্টার সিটির এনসো মারেসকাকে পরবর্তী কোচ হিসেবে নিয়োগ দিতে চলেছে চেলসি।
দায়িত্ব নিয়েই দ্বিতীয় বিভাগে নেমে যাওয়া লেস্টারকে আগামী মৌসুমের জন্য ফের প্রিমিয়ার লিগে তুলেছেন ৪৪ বছর বয়সী এই ইতালিয়ান। শুধু তাই নয়, চলতি মৌসুমে চ্যাম্পিয়নশিপ (দ্বিতীয় বিভাগ) জিতে প্রিমিয়ার লিগে উঠেছে তার দল।
ট্রান্সফার গুরু ফাব্রিৎসিও রোমানোর দেওয়া তথ্যানুসারে, মারেসকাকে ইতোমধ্যে ৫ বছরের জন্য চুক্তির অফার দিয়েছে চেলসি। আগামী ২০২৯ সালের জুনে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর চাইলে আরও এক বছর স্ট্যামফোর্ড ব্রিজে থেকে যেতে পারবেন তিনি।
আরও পড়ুন: শেষ ম্যাচ জিতলেন শাভি, বললেন অনেক কিছু
পজেশনাল ফুটবল-দর্শনের এই কোচকে দলে টানতে ১০ মিলিয়ন পাউন্ড খরচ করতে হচ্ছে লন্ডনের দলটির।
চেলসিতে কাজ করার আগ্রহ দেখিয়েছেন মারেসকা নিজেও। ফলে কাজটি সহজ হয়েছে ব্লুজদের।