আগামী ১ জুন অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ম্যাচের রেফারির নাম ঘোষণা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। সেইসঙ্গে ইউরোপা লিগ, কনফারেন্স লিগ ও মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ম্যাচের রেফারিদের নামও ঘোষণা করা হয়েছে।
সোমবার উয়েফার পক্ষ থকে জানানো হয়, ওয়েম্বলিতে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার এ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ম্যাচটি পরিচালনা করবেন স্লোভেনিয়ার নাগরিক স্লাভকো ভিনসিচ।
আরও পড়ুন: রিয়ালের বড় জয়ের রাতে মাইন্সে বিধ্বস্ত ডর্টমুন্ড
ইউরোপের বড় মঞ্চে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এই স্লোভেনিয়ানের। ২০২২ সালের ইউরোপা লিগের ফাইনাল ম্যাচটিও পরিচালনা করেছিলেন তিনি।
২০২২ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ ব্যবধানে স্মরণীয় পরাজয়ের ম্যাচটিও পরিচালনার দায়িত্বে ছিলেন ভিনসিচ। তাছাড়া চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ৫ ম্যাচে রেফারি ছিলেন তিনি। এর মধ্যে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ডর্টমুন্ডের ৪-২ গোলে জয়ের ম্যাচেও তিনি বাঁশি বাজান।
আরু পড়ুন: হেরে পিএসজি অধ্যায় শেষ করলেন এমবাপ্পে
উয়েফার ঘোষণা অনুযায়ী, এবারের ইউরোপা লিগের ফাইনাল ম্যাচ পারিচালনা করবেন রোমানিয়ার রেফারি ইস্তভান কোভাকস, করফারেন্স লিগ ফাইনাল ম্যাচটি পরিচালনা করবেন পর্তুগালের আর্তুর সোয়ারেস দিয়াস এবং ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে ব্রিটিশ রেফারি রেবেকা ওয়েলশকে।
আগামী ২২ মে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে ইউরোপা লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৫০ ম্যাচে অপরাজিত থাকা বায়ের লেভারকুজেন ইতালির ক্লাব আতালান্তার মোকাবিলা করবে।
কনফারেন্স লিগের ফাইনাল ম্যাচটি হবে এক সপ্তাহ পর আগামী ২৯ মে। গ্রিসের অলিম্পিাকোস ও ইতালির ফিওরেন্তিনার মধ্যে যেকোনো এক দল এবার কনফারেন্স লিগের শিরোপা উঁচিয়ে ধরবে।
আরও পড়ুন: চিরায়ত শেষের মিরাকলে ফাইনালে রিয়াল
এর মধ্যেই অবশ্য মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়ে যাবে। ২৫ মে অনুষ্ঠিতব্য ওই ম্যাচে শিরোপা ধরে রাখার শেষ লড়াইয়ে লিওঁর বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
উল্লেখ্য, গত ৮ মৌসুমে ৬ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে লিওঁর মেয়েরা। এর মধ্যে ২০১৫-১৬ মৌসুম থেকে টানা ৫টি শিরোপা জেতে ক্লাবটি। তবে তাদের জয়যাত্রা প্রতিহত করে বার্সেলোনা। ২০২০-২১ সালে আলেক্সিয়া-ওশোয়ালারা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরের মৌসুমে বার্সেলোনাকে হারিয়ে ফের শিরোপা পুনরুদ্ধার করে লিওঁ। পরের মৌসুম, অর্থাৎ গত মৌসুমে আবারও ইউরোপ সেরার মুকুট ওঠে বার্সেলোনার মেয়েদের মাথায়। এবার ফাইনালে তাদের সঙ্গে ফের লড়বে সর্বাধিক ৮ বারের চ্যাম্পিয়ন লিওঁ।
আরও পড়ুন: ‘ইয়েলো ওয়াল’ ভাঙতে ব্যর্থ হয়ে পিএসজির বিদায়
গত চার মৌসুম ধরে এই দুই দলের কাড়াকাড়ি এবারও বজায় রেখে লিওঁ চ্যাম্পিয়ন হবে, না কি টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখতে পারবে বার্সেলোনা- তা দেখার জন্য ২৫ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।