তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারারেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শক্ত প্রতিরোধ ছাড়াই হেরেছে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের শক্তি বিবেচনায় বাংলাদেশ ভালো দল।
এই ম্যাচে বাংলাদেশের তিন পেসার-তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম রয়েছেন। সম্প্রতি জাতীয় দলে ফিরে ব্যর্থ হওয়া এনামুল হক আরেকটি সুযোগ পাচ্ছেন।
মুনিম শাহরিয়ার ও নাজমুল হোসেন শান্তও এই সিরিজ দিয়ে ফর্মে ওঠার দারুণ সুযোগ পাচ্ছেন। তারা দুজনই প্রথম ম্যাচের একাদশে আছেন।
সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। তিনি নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদের স্থলাভিষিক্ত হয়েছেন।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম
জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকাভা (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, টানাকা চিভাঙ্গা
পড়ুন: বাংলাদেশ-জিম্বাবুয়ে: টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে শনিবার