ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সুপারস্টার সাকিব আল হাসান। চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেই নতুন এ রেকর্ড ছুঁয়েছেন তিনি।
গত ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে জেমকন খুলনার প্রতিনিধিত্ব করছেন এ তারকা অলরাউন্ডার।
শনিবার গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে খেলতে নেমে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব। এ জন্য তার প্রয়োজন ছিল তিন রান। জেমকন খুলনার হয়ে ওপেনিংয়ে নেমে তিন রান করেই আউট হয়ে যান সাকিব।
টি-টোয়েন্টির ইতিহাসে পাঁচ হাজার রানের মাইলফলকে পৌঁছানো ৬৫তম ক্রিকেটার সাকিব। এছাড়া, ২০ ওভারের এ ফরম্যাটে তার সংগ্রহ মোট ৩৫৫ উইকেট। একই ফরম্যাটে তার আগে সাড়ে তিনশ উইকেট শিকারের গৌরব আছে মাত্র পাঁচজনের। তবে ব্যাটিং-বোলিংয়ের উভয় তালিকাতেই নাম ওঠানো দ্বিতীয় খেলোয়াড় সাকিব।
বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নতুন এ ইতিহাস গড়তে মোট ৩১১ ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান।