আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শনিবার সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে পার্থে আফগানিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.১ ওভারে ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১১৩ রান করে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।
পাঁচ নম্বরে নামা লিয়াম লিভিংস্টোন দলের হয়ে সর্বোচ্চ ২১ বলে ২৯ রান করেছেন। এছাড়া ওপেনার অ্যালেক্স হেলস ১৯, আরেক ওপেনার জস বাটলার ১৮, তিনে নামা ডেভিড ম্যালান ১৮ রান করেন।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: অজিদের ৮৯ রানে হারাল কিউইরা
মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিবুর রহমান, ফরিদ আহমেদ এবং ফজলহক ফারুকী একটি করে উইকেট শিকার করেন।
এর আগে প্রথমে ব্যাট করে ১১২ রান করে আফগানিস্তান।
এক পর্যায়ে ১১.১ ওভারে চার উইকেটে আফগানিস্তানের ৮২ রান ছিল। কিন্তু শেষ ৮. ৫ ওভারে বাকি ছয় উইকেটে মাত্র ৩০ রান যোগ করতে পারে।
দলের হয়ে ইব্রাহিম জাদরান দলীয় সর্বোচ্চ ৩২ রান করেন। এছাড়া উসমান গনি করেন ৩০ রান।
ইংল্যান্ডের ২৪ বছর বয়সী বাঁহাতি মিডিয়াম পেস বোলার স্যাম কারেন ৩.৩ ওভারে মাত্র ১০ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচে সেরা নির্বাচিত হন।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: উন্ডিজকে বিদায় করে সুপার টুয়েলভে আইরিশরা