ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ক্রিকেটার হাসান মাহমুদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিমের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এই পেসার বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন। তার প্লাটিলেটের মাত্রা স্বাভাবিক সীমার নিচে নেমেছে।
মঙ্গলবার জ্বর কমে গেলেও হাসান এখনও শারীরিক অস্বস্তি অনুভব করছেন। ফলে আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াডের জন্য চলমান ফিটনেস ক্যাম্পে যোগ দিতে পারেননি তিনি।
আরও পড়ুন: লঙ্কান লিগ খেলার জন্য বিসিবির সম্মতি পেয়েছেন শরিফুল
ডেঙ্গু জ্বরে শয্যাশায়ী হলেও মঙ্গলবার হাসানের অবস্থার উন্নতি হয়েছে এবং বুধবার তার রক্ত পরীক্ষা করা হবে বলে আশা করা হচ্ছে।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ০১ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৪ হাজার ৪১৬ রোগী শনাক্ত হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৬১ জন মারা গেছেন।
আরও পড়ুন: কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলার স্বপ্ন পূরণ হয়নি আফিফের