টাইগারদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বৃহস্পতিবার বিকালে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোস থেকে একটি চার্টার্ড বিমানে সরাসরি বাংলাদেশে আসে অস্ট্রেলিয়ার দলটি।
বিমানবন্দর থেকে তারা সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলে যাবে। সেখানে তিন দিনের কোয়ারেন্টাইনে থাকবে দলটি।
৩ আগস্ট থেকে দু’দলের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। বাকি ম্যাচগুলো যথাক্রমে ৪, ৬, ৭ এবং ৯ আগস্ট অনুষ্ঠিত হবে। সব ম্যাচ শেরে–ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে।
পড়ুন: টোকিও অলিম্পিক থেকে রোমান সানার বিদায়
সম্প্রতি বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার দাবি অনুযায়ী আমরা সবই করছি। আশা করছি সিরিজটি নিয়ে যেমন পরিকল্পনা করা হয়েছিল তেমনই হবে। এর আগে মহামারি চলাকালে দেশে আমরা দুটি সিরিজ আয়োজন করেছি। বায়ো-সুরক্ষা ব্যবস্থা কীভাবে বজায় রাখা যায় তা আমরা জানি। তাই এটি আমাদের পক্ষে কঠিন হবে না। আমরা সবকিছু বিবেচনায় নিচ্ছি এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছি।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার চাহিদা অনুযায়ী স্বাগতিক বোর্ডকে এই সিরিজের জন্য কঠোর বায়ো-সুরক্ষা বজায় রাখতে হবে।
সিরজে অস্ট্রেলিয়ার বেশ কিছু তারকা খেয়েলায়াড়কে দেখা যাবে না। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, প্যাট কামিনস, কেন রিচার্ডসন, ঝিয়ে রিচার্ডসন এবং ড্যানিয়েল স্যামস ব্যক্তিগত কারণে এই সিরিজে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পড়ুন: অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে নেই লিটন
বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া
অপরদিকে তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং লিটন দাসকেও বাংলাদেশ পাচ্ছে না। তামিম ইনজুরির কারণে ও লিটন পারিবারিক কারণে এই সিরিজের বাইরে রয়েছেন। আর কোয়ারেন্টাইন নীতির কারণে মুশফিকুর রহিম খেলতে পারছেন না।