ওয়েস্ট ইন্ডিজ
ক্যারিবীয়দের বিপক্ষে ইংল্যান্ডের দুর্দান্ত জয়
গ্রুপ পর্বে ভুগলেও দুর্দান্ত জয়ে সুপার এইট যাত্রা শুরু করল টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৮১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৮ উইকেটের বড় জয় পেয়েছে জস বাটলার অ্যান্ড কোং।
সেন্ট লুসিয়ার ড্যারেন সামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জস বাটলার। শুরুতে ব্যাট করে চার উইকেট হারিয়ে ১৮০ রান করে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে ১৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় ইংল্যান্ড।
ইংলিশদের হয়ে ৪৭ বলে ৫টি ছক্কা ও ৭টি চারের সাহায্যে অপরাজিত ৮৭ রান করে ম্যাচসেরা হয়েছেন ওপেনার ফিলিপ সল্ট। অন্যপ্রান্তে ২৬ বলে ২ ছক্কা ও ৫টি চারে ৪৮ রানে অপরাজিত ছিলেন জনি বেয়ারস্টো।
এছাড়া, ২২ বলে ২৫ রান করা বাটলারকে এলবিডব্লিউ করেন রোস্টন চেস এবং আন্দ্রে রাসেলের বলে জনসন চার্লসের হাতে ক্যাচ হয়ে ফেরেন ১০ বলে ১৩ রান করা মঈন আলী।
আরও পড়ুন: অধিনায়কত্ব ছাড়লেন উইলিয়ামসন
লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভারটি দেখেশুনে খেললেও পরের ওভার থেকেই রুদ্রমূর্তি ধারণ করেন দুই ইংলিশ ওপেনার বাটলার ও সল্ট। প্রথম পাওয়ার প্লেতে ৫৮ রান তোলেন তারা। অষ্টম ওভারে বাটলার আউট হয়ে গেলে মঈন আলী এসেও রান তোলা অব্যাহত রাখেন। এর ফলে প্রথম ১০ ওভারে ৮৩ রান তোলে ইংল্যান্ড।
তবে এর পরপরই মঈন আউট হয়ে গেলে উইকেটে আসেন জনি। এরপর দুপাশ থেকে শুরু হয় ব্যাটিং তাণ্ডব। একে অপরের সঙ্গে রান তোলার প্রতিযোগিতা শুরু হয় দুজনের। এর মাঝে পড়ে পিষ্ট হন ক্যারিবীয় বোলাররা। শেষ পর্যন্ত আর উইকেট নিতে না পেরে ১৭.৩তম ওভারে আত্মসমর্পণ করে ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে, দুর্দান্ত শুরুর পরও নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় রানের চাকা কিছুটা শ্লথ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। শুরুতে ব্রেন্ডন কিং (১৩ বলে ২৩ রান) মেরে খেলা শুরু করলেও জনসন চার্লস (৩৪ বলে ৩৮ রান) একটু ধরে খেলেন।
জনসন আউট হয়ে গেলে ক্রিজে এসে তার ভূমিকা পালন করেন অধিনায়ক নিকোলাস পুরান (৩২ বলে ৩৬ রান)। তবে রোভমান পাউয়েল (১৭ বলে ৩৬) ও শেরফেন রাদারফোর্ডের (১৫ বলে ২৮) ক্যামিও ইনিংসে ১৮০ রান সংগ্রহ করে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ। মাঝে আন্দ্রে রাসেল ২ বলে ১ রান করে আদিল রশিদের শিকার হলে মূলত উইন্ডিজের রান রেট শেষের দিকে তুলনামূলক কমে যায়।
এই জয়ে নেট রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষস্থানে বসল ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে দ্বিতীয় অবস্থানে দক্ষিণ আফ্রিকা। সেমি ফাইনালে অবস্থান মজবুত করতে ২১ জুন মুখোমুখি হবে এই দুই দল। অন্যদিকে, সেমির দৌড়ে টিকে থাকতে একদিন পর মাঠে নামবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।
আরও পড়ুন: অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখেও হারল যুক্তরাষ্ট্র
৫ মাস আগে
টি-২০ বিশ্বকাপ ২০২২: ওয়েস্ট ইন্ডিজকে ৪২ রানে হারাল স্কটল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের দ্বিতীয় দিনে সোমবার ওয়েস্ট ইন্ডিজকে ৪২ রানে হারিয়েছে স্কটল্যান্ড। এর আগে রবিবার উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দেখিয়েছিল নামিবিয়া
টস জিতে প্রথমে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় উইন্ডিজের অধিনায়ক। ২০ ওভারে পাঁচ উইকেটে ১৬০ রানের চ্যালেঞ্জিং স্কোর করে স্কটল্যান্ড। দলের হয়ে ওপেনার জর্জ মুনশে ৫৩ বলে সর্বোচ্চ ৬৬ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের জোসেফ ও হোল্ডার দুটি করে উইকেট নেন।
জবাবে ১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ১১৮ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন জেসন হোল্ডার।
স্কটল্যান্ডের মার্ক ওয়াট তিনটি, ব্র্যাড এবং মাইকেল লিস্ক দুটি করে উইকেট শিকার করেন।
পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: সুপার টুয়েলভে শ্রীলঙ্কা ও উইন্ডিজের মুখোমুখি হতে পারে বাংলাদেশ
টি-২০ বিশ্বকাপ ২০২২: শ্রীলঙ্কাকে হারিয়ে নামিবিয়ার চমক
২ বছর আগে
উইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শনিবার রাতে তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ছয় উইকেট ও নয় উইকেটে জয় পায় বাংলাদেশ। ফলে স্বাগতিকদের ঘরের মাঠে ধবলধোলাই করল তামিম ইকবাল বাহিনী।
দুই বছরের বেশি সময় পর ওয়ানডে দলে সুযোগ পেয়ে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের পাঁচ উইকেটের কল্যাণে সফরকারীদের ১৭৮ রানে আটকে রাখেন টাইগার বোলাররা।
তাইজুলের ২৮ রানে পাঁচ উইকেট বাংলাদেশি স্পিনারের মধ্যে ওয়ানডেতে সেরা বোলিংয়ের রেকর্ড। আগের সেরা আব্দুর রাজ্জাক ২০০৯ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ২৯ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে অধিনায়ক নিকোলাস পুরানের ৭৩ রানের লড়াকু ইনিংসে ১৭৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের স্পিনাররা স্বাগতিক ব্যাটসম্যানদের খুব স্বাচ্ছন্দে খেলতে দেননি। নাসুম ও মুস্তাফিজ নেন দুটি করে উইকেট। মোসাদ্দেক এক উইকেট পেলেও ১০ ওভারে মাত্র ২৩ রান দেন।
জবাবে ১৭৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে লিটন দাসের অর্ধশত, তামিম ইকবালের ৩৪ এবং নুরুল হাসানের ৩২ রানের ওপর ভর করে ৪৮.৩ ওভারে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
স্বাগতিকদের বাঁহাতি অর্থোডক্স স্পিনার গুদাকেশ মতি ১০ ওভারে ২৩ রান দিয়ে চার উইকেট শিকার করেন।
এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল বাংলাদেশ।
পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ সফরে ‘এ’ দলে সাব্বির-সৌম্য
ওয়েস্ট ইন্ডিজে জয়ের দেখা পেল বাংলাদেশ
২ বছর আগে
ওয়েস্ট ইন্ডিজ সফরে ‘এ’ দলে সাব্বির-সৌম্য
আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। আন্তর্জাতিক অঙ্গনে বাজে পারফরম্যান্সের কারণে জাতীয় দলের জায়গা হারানো ব্যাটসম্যান সাব্বির রহমান ও সৌম্য সরকারকে এই সফরে দলে রাখা হয়েছে।
সাব্বির শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে এবং সৌম্য শেষ ম্যাচ খেলেছেন ২০২১ সালে দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
এখন দুই ব্যাটসম্যানই তাদের আন্তর্জাতিক ক্যারিয়ার পুনরুজ্জীবিত করার নতুন সুযোগ পাচ্ছেন। এ সফরে ভালো করতে পারলে তারা হয়তো আগামী বছরগুলোতে জাতীয় দলে ডাক পেতে পারেন।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজে জয়ের দেখা পেল বাংলাদেশ
এছাড়া মোহাম্মদ মিঠুন ও সাইফ হাসানও ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন। মিঠুন ও সাইফ দুজনেই শেষ বার জাতীয় দলে খেলার সময় ভালো করতে ব্যর্থ হন।
বাংলাদেশ ‘এ’ দল ৩১ জুলাই সেন্ট লুসিয়ায় পৌঁছাবে এবং তারা দুটি চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। সবগুলো ম্যাচই হবে ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে।
প্রথম চারদিনের ম্যাচ শুরু হবে ৪ আগস্ট এবং দ্বিতীয়টি শুরু হবে ৭ আগস্ট। ওয়ানডে ম্যাচগুলো হবে ১৬, ১৮ ও ২০ আগস্ট।
আরও পড়ুন: তৃতীয় টি-টোয়েন্টিতে স্পিনে সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ
চারদিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল: সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি মাহমুদ, শাহাদাত হোসেন দিপু, জাকের আলী অনিক, নাঈম হাসান, তানভীর ইসলাম, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী ও এনামুল হক।
ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশ 'এ' দল: সৌম্য সরকার, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, জাকের আলী অনিক, সাব্বির রহমান, নাঈম হাসান, রকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
২ বছর আগে
ওয়েস্ট ইন্ডিজে জয়ের দেখা পেল বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারের পর অবশেষে প্রথম ওয়ানডেতে জয় পেল বাংলাদেশ। রবিবার রাতে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা।
এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বৃষ্টির কারণে খেলা শুরু হয় পৌনে ১২টায়। ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৪১ ওভার।
বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিক দলের ব্যাটাররা শুরুতেই চাপে পড়ে যায়। ইনিংসের দ্বিতীয় ওভারে শাই হোপকে কোনো রান করার আগেই সাজঘরে ফিরিয়ে শুভ সূচনা করেন মুস্তাফিজুর রহমান। শরীফুল ৩৪ রানে চার এবং মেহেদী হাসান ৩৬ রানে তিন উইকেট শিকার করেন। নাসুম ও তাসকিন উইকেট না পেলেও স্বাগতিক ব্যাটারদের যথেষ্ট ভুগিয়েছেন।
শেষ পর্যন্ত ৯ উইকেটে ৪১ ওভারে ১৪৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে লিটন দাসকে হারালেও তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিং জয়ের পথ দেখায় বাংলাদেশকে। তামিম ২৫ বলে ৩৩ এবং নাজমুল ৪৬ বলে ৩৭ রান করে সাজঘরে ফিরেন। এরপর মাহমুদউল্লাহ নুরুল হাসানকে নিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। মাঝে আফিফ হোসেন ১৭ বলে ৯ রান করে প্যাভিলিয়নে ফিরেন। রিয়াদ ৪১ রান এবং সোহান ২০ রানে অপরাজিত থাকেন।
এ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের কাছে হেরেছে বাংলাদেশ।
আগামী ১৩ এবং ১৬ জুলাই দু’দলের মধ্যে সিরিজের বাকি দুটি ম্যাচ হওয়ার কথা রয়েছে।
পড়ুন: বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
২ বছর আগে
তৃতীয় টি-টোয়েন্টিতে স্পিনে সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের উইকেটে স্পিনাররা সুবিধা পাবেন বলে মনে করেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় (বাংলাদেশ সময়) তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩৫ রানে হারিয়ে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিক দল। সিরিজ বাঁচাতে হলে বাংলাদেশকে আজকের ম্যাচ জিততেই হবে।
ম্যাচের আগে মাহমুদউল্লাহ বলেন, ‘এই উইকেটে স্পিনাররা সুবিধা পাবে। আমি এর আগে এখানে ওয়ানডে খেলেছি এবং দেখেছি যে এই ভেন্যুটির উইকেট ঐতিহ্যগতভাবে শুকনো যা স্পিনারদের জন্য সহায়ক।’
তবে দলের একাদশ কেমন হবে তা এখনো ঠিক করতে পারেনি বাংলাদেশ।
তিনি বলেন, ‘আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে হবে। ম্যাচের দিন এখানে বৃষ্টি হলে পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে। আমরা একাদশ নিয়ে পরে সিদ্ধান্ত নেব।’
পিচ শুষ্ক থাকলে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে একাদশে ফিরিয়ে আনতে পারে বাংলাদেশ।
টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ হেরেছে।
টি-টোয়েন্টি সিরিজের পর ১০ জুলাই থেকে দু’দলের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। বাকি ম্যাচগুলো যথাক্রমে ১৩ এবং ১৬ জুলাই অনুষ্ঠিত হবে।
পড়ুন: জিম্বাবুয়ে সফরে থাকছেন না সাকিব
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অনিশ্চিত সাকিব
২ বছর আগে
জিম্বাবুয়ে সফরে থাকছেন না সাকিব
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে দেশে ফিরে এক সপ্তাহের বিরতির পর জিম্বাবুয়ে উড়াল দেবে বাংলাদেশ দল। তবে সেই সফরে টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান থাকছেন না বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা জানিয়েছেন।
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে সফরে রয়েছে বাংলাদেশ দল। সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজ হেরেছে টাইগাররা। এখন টি-টোয়েন্টি সিরিজ চলছে। যেখানে বাংলাদেশ ১-০ তে পিছিয়ে রয়েছে।
বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেছেন, ‘সাকিব আমাদের জানিয়েছেন তিনি জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না। তবে অন্যান্য সিনিয়র খেলোয়াড়রা জিম্বাবুয়ে যাবেন।’
সম্প্রতি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হয়েছেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে টাইগারদের নেতৃত্ব দেন তিনি।
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। ম্যাচগুলো যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে।
পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অনিশ্চিত সাকিব
এমন ব্যাটিং সাকিবের কাছে গ্রহণযোগ্য নয়
২ বছর আগে
বাংলাদেশ-উইন্ডিজ: বৃষ্টিতে পরিত্যক্ত প্রথম টি-টোয়েন্টি
ডমিনিকায় রোসেউর উইন্ডসর পার্কে শনিবার রাতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে।
বৃষ্টির কারণে খেলা শুরু হতে এক ঘণ্টার বেশি দেরি হয়। মেঘাচ্ছন্ন আবহাওয়ায় টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায় স্বাগতিক দলে অধিনায়ক। বৃষ্টির কারণে ম্যাচ ১৬ ওভারে নামিয়ে আনা হয়।
এ ম্যাচে এনামুল হক বিজয় ও মুনিম শাহরিয়ার বাংলদেশের ইনিংস শুরু করেন। তবে ইনিংসের তৃতীয় বলে মাত্র দুই রান করে আকিল হোসেনের শিকার হন মুনিম।
ওভার কমিয়ে আনায় স্বাগতিকদের সামনে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে বাংলাদেশি ব্যাটাররা অনেক ঝুঁকি নিয়েছে। কিন্তু নিয়মিত উইকেট হারানোয় কৌশলটি কাজে লাগেনি।
এক পর্যায়ে ৩৬ রানে এক উইকেট থেকে ৭৭ রানে সাত উইকেট হয়ে যায় বাংলাদেশের। এনামুল (১৬), সাকিব আল হাসান (২৯) এবং নুরুল হাসান সোহান (২৫) ছাড়া স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আর কেউই দুই অঙ্কের স্কোর করতে পারেনি।
লিটন দাস (১৪ বলে ৯), অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ (১৩ বলে ৮) এবং আফিফ হোসেন (২ বলে ০) উইকেটে থিতু হতে ব্যর্থ হয়েছেন।
বাংলাদেশ ১৩ ওভারে আট উইকেটে ১০৫ রান করার পর আবার বৃষ্টি শুরু হলে আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রোমারিও শেফার্ড তিনটি ও হেইডেন ওয়ালশ নেন দুই উইকেট।
সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ (রবিবার) রাত সাড়ে ১১টায় (বাংলাদেশ সময়) একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ৭ জুলাই দুই দলের মধ্যে শেষ ম্যাচটি হওয়ার কথা রয়েছে।
পড়ুন: টি-টোয়েন্টি দলে মেহেদী-তাসকিন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অনিশ্চিত সাকিব
২ বছর আগে
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ: টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে শনিবার
ডোমিনিকার রোসেউ, উইন্ডসর পার্কে শনিবার থেকে শুরু হচ্ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
সিরিজের প্রথম দুই ম্যাচ খেলতে ইতোমধ্যে ডোমিনিকায় পৌঁছেছে বাংলাদেশ দল। পরবর্তী ম্যাচটি একই ভেন্যুতে রবিবার অনুষ্ঠিত হবে।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ ৭ জুলাই গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এর আগে ভয়ংকর এক সমুদ্রযাত্রা শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ডোমিনিকায় পৌঁছে বাংলাদেশ দল।
আটলান্টিকের ওপর দিয়ে পাঁচ ঘণ্টার ফেরি যাত্রায় বাংলাদেশ দলের অন্তত তিনজন অসুস্থ হয়ে পড়েন। তবে বিসিবির সর্বশেষ তথ্য অনুযায়ী, ডোমিনিকায় পৌঁছার পর সব খেলোয়াড়ই সুস্থ আছেন।
এই সিরিজের আগে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ১৩টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাঁচটিতে জিতেছে বাংলাদেশ। টাইগাররা ওয়েস্ট ইন্ডিজে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও একটিও জিততে পারেনি।
চলতি বছরের শেষ দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ সাত নম্বরে, আর বাংলাদেশ রয়েছে ঠিক তার পরে আট নম্বরে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর দুই দলই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হওয়ার কথা রয়েছে।
টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল:
মাহমুদউল্লাহ রিয়াদ, মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মাহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ এবং তাসকিন আহমেদ।
পড়ুন: টি-টোয়েন্টি দলে মেহেদী-তাসকিন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অনিশ্চিত সাকিব
২ বছর আগে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অনিশ্চিত সাকিব
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান অনিশ্চিত বলে ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
এ সিরিজের জন্য ক্রিকেট বোর্ডের ঘোষিত ওয়ানডে স্কোয়াডে সাকিব রয়েছেন।
নাজমুল বলেন, ‘ও ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে আমি এটা জানতাম। সে আমার সঙ্গে এটি নিয়ে আলোচনা করেনি। তবে অন্যদের সঙ্গে আলোচনা করেছে।’
আরও পড়ুন: টেস্টে ক্যারিবীয়দের কাছে ১০ উইকেটে হার বাংলাদেশের
ওয়ানডে সিরিজ চলাকালীন ছুটি নেয়ার বিষয়ে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে সাকিব কথা বলেছে বলেও জানান তিনি।
নাজমুল বলেন, ‘সাকিব বোর্ডের সঙ্গে এ বিষয়ে কথা বলেনি। আমি শিগগিরই ওর সঙ্গে কথা বলব এবং সে আসলে কী চায় তা জানতে পারব। এখন পর্যন্ত সে আনুষ্ঠানিকভাবে বোর্ডের সঙ্গে কথা বলেনি। তবে আপনারা এখন পর্যন্ত এটাকে অফিসিয়াল হিসেবে নিতে পারেন।’
আরও পড়ুন: টেস্ট ম্যাচ কি এই যুগের বাতিল খাম?
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়। এ কারণেই হইতো এই সিরিজ এড়িয়ে যেতে চাইছেন এই অলরাউন্ডার।
ওয়ানডে সিরিজের আগে দুই দলই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।
২ বছর আগে