এর আগে বৃহস্পতিবার ৫ উইকেট হারিয়ে ২২৩ রান করে প্রথম দিনের খেলা শেষ করে সফররত ওয়েস্ট ইন্ডিজ।
দ্বিতীয় দিনের প্রথম সেশনে মাত্র এক উইকেট হারিয়ে আরও ১০২ রান যোগ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৯০ রান করে আউট হয়েছেন এনক্রুমা বনার।
সাকিবের পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর
শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ উইকেটে ৩৪১ রান করেছে ক্যারিবিয়ানরা। ব্যাট করছেন জশুয়া দা সিলভা (৭৯) এবং আলজারি জোসেফ (৪১)।
মেহেদী হাসান মিরাজের বলে লেগ স্লিপে আল হাসানের পরিবর্তে একাদশে জায়গা পাওয়া মোহাম্মদ মিঠুনের দারুণ ক্যাচে বনারের উইকেটই ছিল দ্বিতীয় দিনের প্রথম সেশনে টাইগারদের একমাত্র প্রাপ্তি।
বনার ফিরে যাওয়ার পর টেস্টে নিজের দ্বিতীয় ফিফটি তুলে নেন জশুয়া।
ঢাকা টেস্ট: প্রথম দিন শেষে উইন্ডিজের সংগ্রহ ২২৩/৫
বাংলাদেশের পক্ষে আবু জায়েদ রাহি এবং তাইজুল ইসলাম দুটি করে এবং মেহেদী ও সৌম্য সরকার একটি করে উইকেট পেয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সিরিজ হার ঠেকাতে ঢাকায় জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। এর আগে চট্টগ্রাম টেস্টে পুরো চারদিন রাজত্ব করা টাইগারদের শেষ পর্যন্ত ৩ উইকেটের ব্যবধানে পরাজয় বরণ করে নিতে হয়।