বুধবার চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।
চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটসম্যানদের পক্ষে থাকে। ফলে, এই সিরিজে বেশি রানের দেখা মিলতে পারে।
হেড টু হেড পরিসংখ্যানে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ৫৪ ওয়ানডের মাত্র ১০টিতে জয়লাভ করেছে বাংলাদেশ।
সিরিজ জয়ের লক্ষ্য তাড়া করে দুই দলই চাইবে আজকের ম্যাচ নিজেদের পক্ষে রাখতে। টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে থাকলেও ওয়ানডেতে লঙ্কানদের শক্ত প্রতিপক্ষ বাংলাদেশ।
আরও পড়ুন: আজ ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা
বাংলাদেশ একাদশ
লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও তানজিম হাসান
শ্রীলঙ্কা একাদশ
আভিস্কা ফার্নান্ডো, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা
আরও পড়ুন: তৃতীয় টি-টোয়েন্টি: সিরিজ নির্ধারণী ম্যাচে ফের বোলিং করার সিদ্ধান্ত বাংলাদেশের