প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁলেন বাংলাদেশি ব্যাটার মুশফিকুর রহিম।
বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসের ১২৩তম ওভারে আসিথা ফার্নান্দোর বলে দুই রান নিয়ে এই কৃতৃত্ব গড়েন মুশফিক।
এই টেস্টের আগে, মুশফিক ও তামিম দুজনেই এই মাইলফলক অর্জনের পথে ছিলেন। তবে ডান হাতে চোট নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে ১৩৩ রান করেন তামিম। টেস্টে পাঁচ হাজার রান পূর্ণ করতে তামিমকে করতে হবে আরও ১৯ রান।
মুশফিক, তামিমের পর রানের হিসাবে ৪০২৯ ও ৩৫১৬ রান নিয়ে এই ফরম্যাটে ঠিক পেছনেই আছেন সাকিব আল হাসান ও মুমিনুল হক।
উল্লেখ্য, ২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল মুশফিকের।
আরও পড়ুন: তামিমের সেঞ্চুরির পর মুশফিক-লিটনের ফিফটিতে চাপে শ্রীলঙ্কা