যাবতীয় প্রস্তুতি শেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাল্টি ফরম্যাটের সিরিজের জন্য সম্পূর্ণ তৈরি। ১৬ জুন বৃহস্পতিবার দেশ দুটি মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২২ উপলক্ষে। মোট দুইবার টি-২০ বিশ্বকাপ জয়ী ক্যারিবিয়ানদের সাম্প্রতিক অবস্থা খুব একটা ভালো না গেলেও এই সিরিজটিকে তারা খুব গুরুত্বের সাথে দেখছে। তাছাড়া স্বাগতিক দেশ হিসেবে টেস্ট, ওডিআই (ওয়ানডে ইন্টারন্যাশনাল) ও টি-২০ প্রতিটি ফর্মে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রমাণ করার চাপ তো থাকছেই। চলুন, বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২২ এর খেলাগুলো লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সরাসরি উপভোগের জন্য কোথায় চোখ রাখবেন তা জেনে নেয়া যাক।
এক নজরে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২২
মোট ৮টি খেলা অনুষ্ঠিত হবে এই দ্বি-জাতি ক্রিকেট সিরিজটিতে। প্রথমে ৫ দিনের ২টি টেস্ট ম্যাচ, তারপর ৩টি টি-টোয়েন্টি এবং সবার শেষে হবে ৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। ১৬ জুন বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ঠিক এক মাস সময় দূরত্বে খেলাগুলো শেষ হবে ১৬ জুলাই শনিবার। ম্যাচগুলোর জন্য ক্যারিবিয়ান অঞ্চলের মোট ৪টি প্রধান স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল স্টেডিয়াম, ডোমিনিকার উইন্ডসর পার্ক এবং গাইয়ানার প্রভিডেন্স স্টেডিয়াম।
আরও পড়ুন: টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ইয়াসির
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত শুধুমাত্র টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে, যার নেতৃত্ব দেবেন ক্রেইগ ব্র্যাথওয়েট। বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বে থাকবেন সাকিব আল হাসান। ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল এবং টি-টোয়েন্টি স্কোয়াডের দায়িত্ব থাকবে মাহমুদউল্লাহ রিয়াদের উপর।ড
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২২-এর সময়সূচী
টেস্ট ম্যাচ দিয়ে উদ্বোধনী খেলাটি চলবে ১৬ থেকে ২০ জুন পর্যন্ত স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। খেলাটি সম্প্রচারের সময় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা। তারপর ২৪ থেকে ২৮ জুন পর্যন্ত একই সময়ে ড্যারেন স্যামি ন্যাশনাল স্টেডিয়াম থেকে সরাসরি দেখানো হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি। টি-২০ ট্রায়োর সব কটি খেলা দেখা যাবে ২, ৩ ও ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১১টায়। এর মধ্যে প্রথম দুটির ভেন্যু উইন্ডসর পার্ক স্টেডিয়াম এবং শেষেরটির ভেন্যু প্রডিভডেন্স স্টেডিয়াম। সবশেষে ১০, ১৩ ও ১৬ জুলাইয়ে অনুষ্ঠিত ওডিআই তিনটি প্রডিভডেন্স স্টেডিয়াম থেকে একই সময় সন্ধ্যা ৭টায় দেখা যাবে।
আরও পড়ুন: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রস্তুতি ম্যাচ ড্র
যে চ্যানেলগুলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২২ লাইভ স্ট্রিমিং করবে
কতিপয় দেশীয় টিভি চ্যানেলের সাথে কন্সোরটিয়ামের আভ্যন্তরীণ ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি দেশের কোন টিভি চ্যানেলে দেখানো হবে না। দুঃখজনক হলেও এই সিরিজ সরাসরি উপভোগের জন্য বাংলাদেশি ক্রিকেটপ্রেমিদের নির্ভর করতে হবে বিদেশি চ্যানেলগুলোর উপর।
স্টার স্পোর্টস, সুপার স্পোর্টস, এবং সনিতে টাইগার বনাম ক্যারিবিয়ানদের ক্রিকেট যুদ্ধ দেখা যাবে। এছাড়া ডিজনি+ হুটস্টার-এর প্রিমিয়াম গ্রাহকরা বাংলাদেশ থেকেও দেখতে পারবেন খেলাগুলো।
দেশের বেসরকারি টেলিকম প্রতিষ্ঠান এয়ারটেলের সাথে ডিজিটাল প্ল্যাটফর্মটির চুক্তি থাকায় এয়ারটেলের গ্রাহকগণও বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখার সুবিধা পাবেন।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে তামিম, সিডন্স
শেষাংশ
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২২ দুই দেশের ক্রিকেট প্রোফাইলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কা একটিতে জিতেছিলো আর অন্যটি ড্র হয়েছিলো। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ তিনটিতেই হেরেছিলো। অন্তত এইদিক থেকে বাংলাদেশ কিছুটা এগিয়ে আছে বলা যেতে পারে। এছাড়া টাইগারদের সিরিজ জয়ের সমূহ সম্ভাবনা থাকলেও ক্রিকেটের মাঠে অনেক কিছুই ঘটতে পারে। ব্যাট-বল হাতে দানবীয় আবির্ভাবে গোটা সিরিজ ক্যারিবিয়ানদের অনুকূলে যাওয়াটাও অসম্ভব কিছু নয়। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ ২০২২ লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ঘরে বসেই উপভোগ করতে পারবেন।