বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবার দুটি ম্যাচ। একটি দুপুর দেড়টায় আর অন্যটি সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়ার কথা। কিন্তু দুপুর থেকেই অনবরত বৃষ্টির কারণে দিনের প্রথম ম্যাচ শুরু হতে বিলম্ব হবে।
দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি শুরু হয়েছে এবং এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি পড়ছে।
শুক্রবার দিনের প্রথম ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সানরাইজার্সের বিপক্ষে খেলবে ফরচুন বরিশাল এবং দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকার মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আরও পড়ুন: বিপিএল: কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শক্তি বাড়াতে ঢাকায় মঈন আলী
শুক্রবারের খেলা শেষে দলগুলো সিলেটে যাওয়ার কথা রয়েছে এবং সেখানে ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিপিএলের পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে চারটিতে জয় নিয়ে শীর্ষে রয়েছে কুমিল্লা। সমান পয়েন্ট থাকা সত্ত্বেও রান রেটে কিছুটা পিছিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে বরিশাল।
আরও পড়ুন: ঢাকার লঙ্কান ক্রিকেটার ইসুরু উদানা করোনায় আক্রান্ত