টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২১ এ নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
সুপার টুয়েলভে কোয়ালিফাই রাউন্ডে এর আগের চারটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ ।
সুপার টুয়েলভের আগে টাইগাররা ওমান ও পাপুয়া নিউগিনির বিরুদ্ধে দুই ম্যাচে জয়লাভ করে।
শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে নাসুম আহমেদের জায়গায় জায়গা করে নিয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সোম্য সরকার, মুশফিকুর রহিম,মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন, শামিম হোসাইন, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়ার একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারোন ফিন্স, মিশেল মার্স, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়িন্স, ম্যাথিউ হেডেন,প্যাট কমিন্স, মিশেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জোস হ্যাজেলহুড।
আরও পড়ুন: ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ রাহুল দ্রাবিড়
বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে সাকিবের পাশে নবী