বিশ্বকাপে পাপুয়া নিউগিনিকে ৮৪ রানে হারিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিলো টাইগাররা। এর আগে মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের ব্যাটিংয়ের উপর ভর করে পাপুয়া নিউগিনিকে ১৮১ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৯৭ রানে অলআউট হয় পাপুয়া নিউগিনি।
সাত উইকেটে বাংলাদেশের ১৮১ রান এই বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর। ফলে আবুধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার ১৭১ রানের রেকর্ড ছাড়িয়েছে টাইগাররা।
ম্যাচের প্রথম বলে মোহাম্মদ নাইম শূন্য রানে ফিরে যাওয়ায় বাংলাদেশ ভালো শুরু করতে ব্যর্থ হলেও দ্বিতীয় উইকেটে সাকিব ও লিটন দাস যোগ করেন ৫০ রান।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ লাইভ দেখবেন যেভাবে
লিটন ভালো করলেও ২৩ বলে একটি চার ও একটি ছক্কায় ২৯ রান করে আউট হয়ে যান। এদিকে মুশফিকুর রহিমও সুইপ খেলতে গিয়ে ব্যাট হাতে মুগ্ধ করতে ব্যর্থ হন।
পঞ্চম উইকেটে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ ও আফিফ হোসেন ২৩ বলে ৪৩ যোগ করেন। আফিফ ১৪ বলে তিনটি চারের সাহায্যে ২১ রানে শেষ করেন। মোহাম্মদ সাইফউদ্দিন ছয় বলে দুটি ছক্কা ও একটি চারের সাহায্যে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান চারটি, সাইফউদ্দিন ও তাসকিন দুটি করে উইকেট নিয়েছেন। পাপুয়া নিউগিনির হয়ে কাবুয়া মোরিয়া, ড্যামিয়েন রাভু ও অধিনায়ক আসাদ ভালা দুটি করে উইকেট নেন।
আরও পড়ুন: ওমানের বিপক্ষে জয় 'টাইগারদের জন্য বড় স্বস্তি'
এর আগে গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ স্কটল্যান্ডের কাছে হেরে গেলেও স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচে জয়লাভ করে। এই ম্যাচে বাংলাদেশের একাদশ অপরিবর্তিত ছিল।