টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফর্ম করার পর চার খেলোয়াড় ছাড়া বাংলাদেশ দলের সকল সদস্য শুক্রবার বিকালে দেশে ফিরে এসেছেন।
বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও লিটস দাস পরবর্তীতে দেশে ফিরবেন।
২ নভেম্বর থেকে পাকিস্তান সিরিজের প্রস্তুতি শুরু হলো অধিকাংশ কোচিং কর্মকর্তা দলে যোগদান করবেন।
চলতি বিশ্বকাপের প্রথম রাউন্ডে দুই ম্যাচে জিতে সুপার টুয়েলভে যায় বাংলাদেশ। তবে সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের সব ক’টিতেই হেরেছে মাহমুদউল্লারা।
অভিজ্ঞ মাহমুদউল্লাহ, মুশফিক ও সাকিব আল হাসানের ওপর অনেকটাই নির্ভর করে বাংলাদেশ দল। তবে তারা সবাই বিশ্বকাপে হতাশাজনক পারফর্ম করেন। এছাড়া সৌম্য সরকার, লিটন দাস, মোস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটারও বিশ্বকাপে তেমন ভালো করতে পারেননি।
এদিকে বিশ্বকাপ ব্যর্থতার পরপরই ১৯ নভেম্বর থেকে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচ টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।
আরও পড়ুন: হারের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ সফর