সর্বশেষ ২০০৩ বিশ্বকাপের ফাইনালে ৩৫৯ রান ছিল ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোর। চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সেই রেকর্ড ভেঙে ৬ উইকেটে ৩৭৪ রান তুলে নেয় অজিরা। তবে দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩৮৯ রান সংগ্রহ করে নতুন রেকর্ড সৃষ্টি করেছে স্বাগতিকরা।
এদিকে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৬২ বলে সেঞ্চুরি করা স্টিভেন স্মিথ দ্বিতীয় ম্যাচেও খেলেছেন বিধ্বংসী এক ইনিংস। এদিনও তিনি পৌঁছেছেন শতকের ঘরে, আবারও সেই ৬২ বলেই।
এছাড়া অস্টেলিয়ার ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বারের মতো একই ম্যাচে অর্ধশতকের মাইলফলক পার করেছেন অর্ডারের প্রথম পাঁচ অজি ব্যাটসম্যান।
শেষ খবর পাওয়া পর্যন্ত, জয়ের জন্য ৩৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪২ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২৭০ রান।
ভারত একাদশ
শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, নবদিপ সাইনি, জসপ্রিত বুমরাহ ইয়ুযবেন্দ্র চাহাল।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, অ্যারোন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভেন স্মিথ, মার্নাস ল্যাবুশানে, মোজেস হেনরিকে, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজলউড।