বেশ কয়েকটি গণমাধ্যমে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফির শারীরিক অবস্থার অবনতি হয়েছে এমন খবর উড়িয়ে দিয়ে তার পারিবারিক সূত্র জানায়, তিনি এখনও শারিরিকভাবে সূস্থ আছেন।
মাশরাফির ছোট ভাই মুরসালিন বিন মুর্তজা ইউএনবিকে বলেন, ‘ভাইয়া (মাশরাফির) শারিরিকভাবে সুস্থ আছেন। যদিও তিনি অনেক দিন ধরে অ্যাজমার সমস্যায় ভূগছেন। এ নিয়ে আমরা চিন্তিত। কেননা অ্যাজমার রোগীদের জন্য করোনাভাইরাস অনেক বেশি মারাত্মক। তবে তিনি ভালো আছেন। তার সামান্য কাশি ও জ্বর ছাড়া তেমন কোনো লক্ষণ নেই।’
এর আগে, জাতীয় দলের সাবেক বাহাতি ব্যাটসম্যান ও তামিম ইকবালের বড়ভাই নাফিস ইকবাল এবং জাতীয় দলের বাহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এদিকে, নাজমুল ইসলামের বাবা-মারও করোনাভাইরাস ধরা পড়েছে। তার মায়ের অবস্থা ভালো হলেও তার বাবার হৃদযন্ত্র-সংক্রান্ত জটিলতা থাকায় তিনি কিছুটা সংকটাপন্ন।
বাংলাদেশ এখন সোমবার পর্যন্ত এক লাখ ১৫ হাজার ৭৮৬ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন এবং ১৫০২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।