আগামী ৫ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।
বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান, ওপেনার তামিম ইকবাল ও পেসার খালেদ আহমেদ স্কোয়াড থেকে বাদ পড়েছেন। এদের মধ্যে মুস্তাফিজ ও খালেদ ইনজুরিতে এবং তামিম বিসিবি থেকে কয়েক দিনের জন্য ছুটি নিয়েছেন।
স্কোয়াডে ফিরেছেন সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন ও তাসকিন আহমেদ।
মুস্তাফিজের বাদ পড়া প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন সাংবাদিকদের বলেন, ‘কন্ডিশনিং ক্যাম্পে পিঠে চোটে পেয়েছেন মুস্তাফিজ। যেহেতু মাত্র একটা টেস্ট ম্যাচ তাই আমরা কোনো ঝুঁকি না নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজ ও ভারত সফর রয়েছে।’
এদিকে, তামিমের অনুপস্থিতিতে ওপেনিংয়ের অন্যতম দাবিদার ছিলেন ইমরুল কায়েস। কিন্তু ছেলের অসুস্থতার জন্য এ মুহূর্তে খেলা থেকে বিরত রয়েছেন বাঁহাতি এ ওপেনার।
‘আমরা ইমরুলের সাথে কথা বলেছি। তার ছেলে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে থাকায় সে এ মুহূর্তে খেলতে পারবে না। তবে ব্যাক ওপেনার হিসেবে আমাদের কাছে লিটন দাস ও সৌম্য সরকার রয়েছে,’ যোগ করেন মিনহাজুল।
প্রধান নির্বাচক আরও বলেন, ‘বাংলাদেশের সর্বশেষ নিউজিল্যান্ড সফরে তাসকিন দলে ছিল। কিন্তু ইনজুরির কারণে সে সেটা মিস করে। এখন সে ইনজুরি থেকে সেরে উঠেছে। ভারতে বিসিবি একাদশের হয়েও সে ভালো খেলেছে। তাই আমরা মনে করি সে ভালো কিছুর জন্য প্রস্তুত রয়েছে।’
স্কোয়াডে অধিনায়ক সাকিব আল হাসানের সাথে বাংলাদেশ আরও দুজন বিশেষজ্ঞ স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামকে নিয়েছে। আর পেসার হিসেবে থাকছেন তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।
টেস্ট স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মাদ মিঠুর, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।