লিওনেল মেসির জোড়া গোলে কোপা অমেরিকায় বলিভিয়াকে ৪-১ গোল উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।
এদিন ৩৪ বছর বয়সী বার্সা অধিনায়ক আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ১৪৮তম ম্যাচ খেলেন। এর আগে দেশটির হয়ে সর্বোচ্চ ১৪৭ ম্যাচ খেলার রেকর্ড ছিল হাভিয়ের মাশ্চেরানোর।
ব্রাজিলের কুয়াবার অ্যারেনা প্যান্টানলে মঙ্গলবার বাংলাদেশ সময় সকালে কোপা আমেরিকার এই ম্যাচটি হয়েছে একপেশে। মেসি ছাড়াও গোল করেছেন আলহেন্দ্রো গোমেজ ও লাউতারো মার্টিনেজ।
আরও পড়ুন: জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা, নতুন মুখ শামীম
তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়ে শেষ আটে পা রাখল আর্জেন্টিনা।
আগামী ৪ জুলাই ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে কোপা আমেরিকার এবারের অন্যতম শিরোপা প্রত্যাশী দলটি।
আরও পড়ুন: জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণ শুরু
এদিকে, আরেক শিরোপা প্রত্যাশী ব্রাজিলও তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়েছে। শিরোপা ধরে রাখার মিশনে ৩ জুলাই সান্তোস স্টেডিয়ামে চিলির বিপক্ষে খেলবে তিতের দল।