চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ মানেই যে বিশেষ কিছু, তা ভালোভাবেই জানেন বরুশিয়া ডর্টমুন্ড কোচ নুরি সাহিন। তাই টুর্নামেন্টটির ‘রাজাদের’ হারাতে শুধু জয়ের দৃঢ় মানসিকতা থাকলেই হবে না বলে শিষ্যদের সতর্ক করেছেন তিনি।
ওয়েম্বলিতে অনুষ্ঠিত গত মৌসুমের ফাইনাল ম্যাচের প্রথম ৬০ মিনিট অসাধারণ পারফর্ম করেও দানি কারভাহাল ও ভিনিসিউস জুনিয়রের শেষের গোলে শিরোপা হাতছাড়া হয় ডর্টমুন্ডের। আর ১৫ বারের মতো ইউরোপ সেরার মুকুট পরে নিজেদের গড়া রেকর্ড আরও উচ্চতায় তোলে রিয়াল মাদ্রিদ।
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হেরে ডর্টমুন্ডের দায়িত্ব থেকে সরে দাঁড়ান তৎকালীন কোচ এদিন তেজরিচ। তারপর থেকে জার্মান ক্লাবটির দায়িত্ব সামলাচ্ছেন ক্লাবটির সাবেক খেলোয়াড় নুরি সাহিন।
আরও পড়ুন: ডর্টমুন্ডকে বিদায় জানালেন তেজরিচ
চলতি মৌসুমে নতুন ফরম্যাটের এই টুর্নামেন্টের লিগপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচেই মুখোমুখি হচ্ছে গতবারের দুই ফাইনালিস্ট। সান্তিয়াগো বের্নাবেউতে ম্যাচটি শুরু হবে আজ রাত একটায়। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন সাহিন।
তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিততে হলে শুধু দৃঢ় মনোবল থাকলেই চলবে না। বিশেষ করে তাদের মাঠে গিয়ে কাজটি করা আরও কঠিন। তাই মাঠে আমাদের সবকিছু উজাড় করে দিতে হবে। দক্ষতা, আত্মবিশ্বাস ও দৃঢ় মনোবল- সবকিছু। এমনকি জার্মানিতে আমরা যেমনটি বলে থাকি- ‘খেলার ভাগ্য’, সেটিরও প্রয়োজন হবে।’
‘ম্যাচের ফল আমাদের পক্ষে নিতে হবে, তাই শুধু মনোবলই যথেষ্ট হবে না। তবে জিততে হলে জয়ের মানসিকতা রাখারও বিকল্প নেই।’
গত মৌসুমের হতাশা ঝেড়ে ফেলে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ শুরু করেছে ডর্টমুন্ড। ক্লাব ব্রুজকে প্রথম ম্যাচে ৩-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে সেল্টিককে ৭-১ গোলে বিধ্বস্ত করে তারা।
আরও পড়ুন: উয়েফাকে ‘মাফিয়া’ বলল ডর্টমুন্ড সমর্থকরা
ফলে দুই রাউন্ডের খেলা শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে রয়েছে সাহিনের দল। রিয়াল মাদ্রিদের বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রাখতে দলীয় প্রচেষ্টার বিকল্প দেখছেন না ৩৬ বছর বয়সী এই ম্যানেজার।
‘দলগত প্রচেষ্টার মাধ্যমেই কেবল (রিয়ালের বিপক্ষে) জয়ের ধারা অব্যাহত রাখা সম্ভব। ছেলেরা জানে, কীভাবে খেলতে হবে। গত দুই ম্যাচের পারফরম্যান্সের ওপর দাঁড়িয়ে সাহসিকতার সঙ্গেই তাদের (রিয়াল) মোকাবিলা করতে চাই।’