ম্যাচ শুরুর আগেই লেভারকুজেনকে ভয় পান না- জানিয়ে দিয়েছিলেন আতালান্তা কোচ জিয়ান পিয়েরে গাস্পারেনি। ভয়ডরহীন ফুটবল দিয়ে ‘নেভারলুজেন’দের বধ করার হুঁশিয়ারিও দিয়েছিলেন। মাঠে নেমে সেই কাজটিই করে দেখাল তার শিষ্যরা।
ভয়ডরহীন ফুটবল খেলে শূন্যে উড়তে থাকা লেভারকুজেনকে মাটিতে নামিয়ে আনল আতালান্তা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচ পর তাদের প্রথম হারের স্বাদ দিল গাস্পারেনির শিষ্যরা।
বুধবার রাতে ডাবলিনের আভিভা স্টেডিয়ামে ফাইনালে ৩-০ গোলে জিতে ৬১ বছরের শিরোপা খরা কাটিয়েছে ইতালির ক্লাব আতালান্তা। এ জয়ে স্বপ্নীল জয়যাত্রা থেমেছে লেভারকুজেনের। সেইসঙ্গে ইউরোপীয় ফুটবলে কেউ কখনও যা করে দেখাতে পারেনি, সেই ‘মৌসুমজুড়ে সব প্রতিযোগিতায় অপরাজিত থাকা’র স্বপ্নভঙ্গও হয়েছে তাদের।
তবে ফাইনালের সবটুকু আলো কেড়ে নিয়েছেন আতালান্তার স্ট্রাইকার আদেমোলা লুকমান। ৩-০ গোলে জয়ের তিনটি গোলই ছিল তার। গোলগুলো করতে গিয়ে মাঠে তিনি যে ফুটবল শৈলী রচনা করেছেন, তাতে স্বমহিমায় উজ্জ্বল হয়েছেন বারবার।
এই হ্যাট্রিকে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন তিনি। ইউরোপা লিগের ফাইনালে প্রথম ফুটবলার হিসেবে হ্যাট্ট্রিক করেছেন লুকমান। ১৯৮৮ সালে ইউরোপা লিগে এক ম্যাচের ফাইনাল শুরুর পর এই কীর্তি এত বছরে কেউ করে দেখাতে পারেননি।
আরও পড়ুন: কোপা আমেরিকায় চালু হচ্ছে ‘গোলাপি কার্ড’