বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২২ এর ফাইনালে ফরচুন বরিশালকে ১৫২ রানের লক্ষ্য দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুক্রবার মিরপুরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫১ রান করেছে দুই বারের চ্যাম্পিয়নরা।
সুনিল নারাইনের ঝড়ো শুরুর পরও মাঝারি মানের লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয় ইমরুল কায়েসরা।
ভিক্টোরিয়ান্সের হয়ে সুনীল নারিন ২৩ বলে পাঁচ চার ও পাঁচ ছক্কায় ৫৭ রান করেন। তাদের প্রথম ছয় ওভারে রান ছিল দুই উইকেটে ৭৩ রান। কুমিল্লার প্রথম চার জনের তিনজন—লিটন দাস, ফাফ ডু প্লেসিস, মাহমুদুল হাসান জয়—দুই অঙ্কের স্কোরে পৌঁছতে পারেননি।
কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস আবারও ব্যাট হাতে ১২ বলে ১২ রান করে ব্যর্থ হন। তাকে ফেরান ডোয়াইন ব্রাভো। এছাড়া মঈন আলী ৩২বলে ৩৮ ও আবু হায়দার রনি ২৭ বলে ১৯ রান করেন।
বরিশালের পক্ষে মুজিব উর রহমান ও শফিকুল ইসলাম দুটি করে এবং সাকিব, ব্রাভো ও মেহেদী একটি করে উইকেট নেন।