শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের অপরিবর্তিত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
করোনা পরিস্থিতির কথা বিবেচনায় রেখেই প্রথম ম্যাচের মতোই সিরিজের দ্বিতীয় ম্যাচটিও ক্যান্ডি পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বোলারদের জন্য নিরস পিচের কারণেই প্রথম ম্যাচটি ড্র দিয়েই শেষ হয়। প্রথম ম্যাচের ৫ দিনে দুই পক্ষের বোলাররা মাত্র ১৭ উইকেট নিতে সক্ষম হয়।
আরও পড়ুন: পাল্লেকেলে টেস্ট: তৃতীয় দিন শেষে ৩১২ রানে এগিয়ে বাংলাদেশ
কিন্তু এইবার উভয়পক্ষই ভালো একটি পিচের আশা করছে, যেখানে ব্যাটিং এবং বোলার উভয় পক্ষই সুবিধা নিতে পারবে।
গত ম্যাচের চরম ব্যর্থতার পরও দ্বিতীয় ম্যাচের দলে রেখে সাইফ হাসানকে আবারও সুযোগ দিয়েছে বোর্ড। আগের ম্যাচের দুই ইনিংস মিলিয়ে মাত্র ১ রান করে নিরাশ করেন এই ক্রিকেটার।
বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী ও শরিফুল ইসলাম।