শ্রীলঙ্কা সফর
শ্রীলঙ্কা সফর: দ্বিতীয় টেস্টেও অপরিবর্তিত রইল টাইগার বাহিনী
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের অপরিবর্তিত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
করোনা পরিস্থিতির কথা বিবেচনায় রেখেই প্রথম ম্যাচের মতোই সিরিজের দ্বিতীয় ম্যাচটিও ক্যান্ডি পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বোলারদের জন্য নিরস পিচের কারণেই প্রথম ম্যাচটি ড্র দিয়েই শেষ হয়। প্রথম ম্যাচের ৫ দিনে দুই পক্ষের বোলাররা মাত্র ১৭ উইকেট নিতে সক্ষম হয়।
আরও পড়ুন: পাল্লেকেলে টেস্ট: তৃতীয় দিন শেষে ৩১২ রানে এগিয়ে বাংলাদেশ
কিন্তু এইবার উভয়পক্ষই ভালো একটি পিচের আশা করছে, যেখানে ব্যাটিং এবং বোলার উভয় পক্ষই সুবিধা নিতে পারবে।
গত ম্যাচের চরম ব্যর্থতার পরও দ্বিতীয় ম্যাচের দলে রেখে সাইফ হাসানকে আবারও সুযোগ দিয়েছে বোর্ড। আগের ম্যাচের দুই ইনিংস মিলিয়ে মাত্র ১ রান করে নিরাশ করেন এই ক্রিকেটার।
বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী ও শরিফুল ইসলাম।
৩ বছর আগে
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ: টাইগারদের টেস্ট স্কোয়াড বিশ্লেষণ
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজে অংশ নিতে ২১ সদস্যের বাংলাদেশের প্রাথমিক টেস্ট স্কোয়াড ইতোমধ্যেই শ্রীলঙ্কা পৌঁছে গেছে।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে বিশ্বসের অলরাউন্ডার সাকিব আল হাসান এবং রাজস্থান রয়্যালসের হয়ে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশগ্রহণের কারণে এই টেস্ট সফরে থাকছেন না।
তবে দীর্ঘ পাঁচ বছর পর আবার টেস্ট দলে জায়গা করে নিয়েছেন শুভাগত হোম। আর লঙ্কানদের সাথে এই টেস্ট সিরিজেই তিন জন পেসারের অভিষেকেই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি নির্বাচকরা। বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের জন্য টেস্ট দলের বিশ্লেষণ তুলে ধরা হল।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড
শ্রীলঙ্কা সফরের জন্য গত শুক্রবার (৯ এপ্রিল) ২১ সদস্যের প্রাথমিক টেস্ট স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের টেস্ট দলে নির্বাচকরা যুক্ত করেছেন সাতজন পেসার ও চারজন স্পিনার।
আসন্ন টেস্ট দুটিতে অভিষেক হতে যাওয়া তিনজন পেসার হলেন, বাহাতি পেসার শরিফুল ইসলাম এবং ডানহাতি ফাস্ট বোলার শহিদুল ইসলাম এবং মুকিদুল ইসলাম। এদিকে দীর্ঘ পাঁচ বছর বিরতির পর সাকিবের বদলে দলে জায়গা পেয়েছেন শুভাগত হোম। বাংলাদেশ দলে হয়ে ২০১৬ সালে ইংল্যান্ডে বিপক্ষে শুভাগত তার শেষ ম্যাচটি খেলেন ।
লঙ্কা বধের নেতৃত্বে রয়েছেন মমিনুল হক। কিন্তু এবারও টেস্ট দলে সুযোগ পাননি দলের পরীক্ষিত ও সিনিয়র খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ। তবে বরাবরের মতই দলে থাকছেন তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। এবার তাদের একটু অতিরিক্ত দায়িত্ব নিয়েই খেলতে হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড:
মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহীদুল ইসলাম ও নুরুল হাসান সোহান।
আরও পড়ুন: শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে টাইগাররা
সিরিজ সূচি:
২১-২৫ এপ্রিল প্রথম টেস্ট ও ২৯ এপ্রিল থেকে ৩ মে সিরিজের শেষ টেস্টে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
শ্রীলঙ্কা সফর: বাংলাদেশ দল ২০১৭ বনাম বাংলাদেশ দল ২০২১
শ্রীলঙ্কা সফরে ২০১৭ ও ২০২১ সালের দল দুটির পর্যালোচনায় দেখা যায়, ২০১৭ সালের টেস্ট দলটি ছিল তুলনামূলকভাবে বেশি অভিজ্ঞতা সম্পন্ন। ওই দলের অধিনায়কত্ব করেন মুশফিকুর রহিম এবং শেষ ম্যাচ জয়ের মাধ্যমে সিরিজটি ড্র করে বাংলাদেশ দল।
এই সিরিজ জয়ের জন্য অধিনায়ক মুমিনুল এবং টিম ম্যানজমেন্টকে গেইম প্ল্যান সাজাতে হবে দলের কথা বিবেচনায় রেখেই।
২০১৭ সালে দলের টপ অর্ডারে ব্যাটিং করেছিল তামিম ইকবাল, ইমরুল কায়েস এবং সৌম্য সরকারের মত ব্যাটসম্যানরা। বাংলাদেশ দলের হয়ে ওই সিরিজে ওপেনিং জুটি হিসেবে তামিম এককভাবে ২০৭ এবং সৌম্য এককভাবে ১৯৫ রান করে।
এবার তামিমের সাথে ওপেনিং জুটি হিসেবে নামবে সাদমান ইসলাম। এবার দলে জায়গা হয়নি সৌম্য সরকার ও ইমরুল কায়েসের।
এছাড়া এবার মিডল অর্ডারে সাকিবের জায়গায় খেলবেন মোহাম্মদ মিঠুন এবং ৬ নাম্বারে ব্যাটিং করবে লিটন দাস (উইকেট রক্ষক)।
শ্রীলঙ্কার স্পিন সহায়ক পিচের কথা মাথায় রেখেই বাংলাদেশ একাদশের হয়ে খেলতে পারে তিনজন স্পিনার। বাংলাদেশ ২০১৭ সালে তিনজন স্পিনার খেলিয়েই সফলতা পেয়েছিল।
সবদিক বিবেচনায় এবারের দলে যেমন রয়েছে সম্ভাবনাময় নতুন খেলোয়াড় এবং তেমনি রয়েছে দলকে জয় এনে দেয়ার মত খেলোয়াড়। শ্রীলঙ্কা বিপক্ষে জয়লাভের যথেষ্ট শক্তি এবং সামর্থ্য রয়েছে বর্তমান বাংলাদেশ দলের। কিন্তু এ কথা স্বীকার করতেই হবে যে, বর্তমান টেস্ট দলের তুলনায় অভিজ্ঞ এবং ভালো ছিল ২০১৭ সালের টেস্ট দল।
সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি এবং এবাদত হোসাইন।
আরও পড়ুন: সাকিব-মুস্তাফিজ ছাড়াও শ্রীলঙ্কায় জিততে পারি: মুমিনুল
ফল
আসন্ন দ্বিপক্ষীয় এই সিরিজে বাংলাদেশের জয় সুনিশ্চিত বলা যাবে না। অপরদিকে, বর্তমান শ্রীলঙ্কান দলের বিপক্ষে বাংলাদেশ দলের জয় একেবারেই অসম্ভবও না। পরিসংখ্যান বলে, শ্রীলঙ্কা তাদের সর্বশেষ ১১ ম্যাচে জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে। আবার গত দুই বছরে বাংলাদেশ আটটি টেস্ট ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে।
একথা বলা ই যায় যে, ক্রিকেটের টেস্ট ফর্মেটে ভালো করর জন্য দুই দলই সমান চাপে রয়েছে। দুই দলের-ই দরকার জয়ের স্বাদ। আর এটা সুনিশ্চিত যে, আসন্ন ম্যাচ দুটিতে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবে ক্রিকেট প্রেমিরা।
৩ বছর আগে
শ্রীলঙ্কা সফর: নতুন ৩ মুখ নিয়ে প্রাথমিক টেস্ট দল ঘোষণা
আসন্ন শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের জন্য শুক্রবার নতুন তিনজন এবং ব্যাটিং অলরাউন্ডার শুভাগত হোমসহ ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রাথমিক দল শ্রীলঙ্কায় পৌঁছার পর নিজেদের মধ্যে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হবে।
কোভিড-১৯ পরিস্থিতির কারণে বাংলাদেশকে নিজেদের মধ্যেই একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে হবে। এ কারণেই বিসিবি আপাতত ২১ সদস্যের দল ঘোষণা করেছে এবং পুরো দলই শ্রীলঙ্কা সফরে যাবে।
আরও পড়ুন: দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন এক বিবৃতিতে বলেন, ‘প্রাথমিক দলটিকে আমরা শ্রীলঙ্কায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ এটি আমাদের প্রস্তুতিতে সহায়তা করবে এবং এমন অনেক খেলোয়াড় বের হয়ে আসবে যাদের টেস্ট সংস্করণে রাখার জন্য আমাদের চিন্তায় রয়েছে।’
এই সিরিজে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তিন পেসার শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও শহীদুল ইসলাম। আর প্রায় পাঁচ বছর পর জাতীয় দলে ডাক পেলেন ৩৪ বছর বয়সী অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী।
‘তারা (পেস-বোলার) আমাদের এইচপি দলে রয়েছে এবং যে সংস্করণে তারা খেলেছে তাতে ভালো করেছে। বিশেষ করে মুকিদুল এবং শহিদুল এই মৌসুমে ঘরোয়া প্রথম শ্রেণিতে নজর কেড়েছেন এবং ভবিষ্যতে টেস্টের সম্ভাবনা রয়েছে। তাদের সবারই বয়স রয়েছে এবং তারা মেধাবী,’ বলেন তিনি।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দুটি রাউন্ডে (বর্তমানে কোভিড-১৯ এর কারণে স্থগিত) মুকিদুল দুই বার পাঁচ উইকেটসহ ১৩টি উইকেট পেয়েছেন এবং শহিদুল ছয় উইকেট নিয়েছেন। জাতীয় দলের সাথে নিউজিল্যান্ডে থাকায় শরিফুল এনসিএলের প্রথম দুটি রাউন্ড মিস করেছেন।
শুভগতকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়ে মিনহাজুল আবেদীন বলেন, ‘শুভগত অনেকদিন পর আবার জাতীয় দলে ফিরে এসেছেতবে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফর্মার ছিলেন। আমরা তাকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করেছি তবে তার অফ ব্রেকও বেশ কার্যকর এবং স্পিন বিভাগেও আমাদের একটি বিকল্প দিয়েছে।’
উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানও বাংলাদেশ টেস্ট দলে ফিরে এসেছেন। তিনি ২০১৮ সালে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় সর্বশেষ টেস্ট খেলেছিলেন।
আরও পড়ুন: এক ফরম্যাট থেকে অবসর নিতে চান তামিম ইকবাল
শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের ২১ সদস্যের প্রাথমিক টেস্ট দল:
মুমিনুল হক, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহিদী হাসান মীরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম , খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভগত হোম, শহিদুল ইসলাম ও নুরুল হাসান সোহান।
৩ বছর আগে
ঘরোয়া ক্রিকেটে জোর দিতে বললেন রাসেল ডোমিঙ্গো
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো আন্তর্জাতিক কোনো সফর না থাকায় এ সময়টায় ঘরোয়া ক্রিকেটে জোর দেয়ার কথা জানালেন।
৪ বছর আগে
বাংলাদেশের শ্রীলঙ্কা সফর আবারও স্থগিত হতে পারে!
এসএলসির (শ্রীলঙ্কা ক্রিকেট) প্রধান নির্বাহী অ্যাশলে সিলভা বলেছেন, বিসিবি যদি দেশের কোভিড টাস্কফোর্সের নির্ধারিত প্রোটোকল মানতে রাজি না হয় তবে আসন্ন সফর বাতিল করে পুনঃনির্ধারিত করা হবে।
৪ বছর আগে
কোভিড-১৯: সাইফ নেগেটিভ, রাহী পজিটিভ
অবশেষে করোনা থেকে মুক্তি পেলেন বাংলাদেশের ডানহাতি ওপেনিং ব্যাটসম্যান সাইফ হাসান।
৪ বছর আগে
আরও উন্নতি করতে চান তাসকিন আহমেদ
জাতীয় দলের ডানহাতি পেস বোলার তাসকিন আহমেদ বলেছেন, প্রত্যাশা পূরণে ভালো নৈপুণ্য দেখাতে তিনি তার দক্ষতার উন্নতির জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।
৪ বছর আগে
ব্যাটিং পরামর্শক ক্রেইগ ম্যাকমিলান আসছেন না
আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পাওয়া ক্রেইগ ম্যাকমিলান পারিবারিক কারণে কাজে যোগ দিতে অপারগতা প্রকাশ করেছেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে।
৪ বছর আগে
নতুন অ্যাকশনে তাইজুল আরও আত্মবিশ্বাসী
কোভিড-১৯ মহামারি চলাকালীন বোলিং অ্যাকশনে পরিবর্তন আনা বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম মঙ্গলবার জানিয়েছেন, নতুন অ্যাকশনে কোনো সমস্যা ছাড়াই দীর্ঘ সময় বোলিং করতে পারছেন এবং তিনি এখন আগের চেয়ে আরও আত্মবিশ্বাসী।
৪ বছর আগে
শ্রীলঙ্কা সফরে ক্রিকেটারদের সংক্ষিপ্ত কোয়ারেন্টাইন চায় বিসিবি
আগামী অক্টোবরে তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।
৪ বছর আগে