শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আন্ত-স্কোয়াড অনুশীলন ম্যাচে শত রানের দারুণ এক ইনিংস খেলেন দলের নির্ভরযোগ্য এ ব্যাটসম্যান।
অনেক দিন ধরে খারাপ সময় যাচ্ছে জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় মাহমুদুল্লাহর। সর্বশেষ ১০টি আন্তর্জাতিক ইনিংসে তেমন কিছু করতে পারেননি তিনি।
সাম্প্রতিক অতীত যাই হোক না কেন আগামী ৫ সেপ্টেম্বর আফগানদের বিপক্ষে নামার আগে শত রানের ইনিংসটির সাহয্যে নিশ্চয়ই আত্মবিশ্বাস ফিরে পাবেন মাহমুদুল্লাহ।
সর্বশেষ ১০টি ওয়ান্ডে ম্যাচে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৯ রানের ইনিংসটি ছাড়া বলার মতো তেমন কিছু নেই ডানহাতি এ ব্যাটসম্যানের। তবে সর্বশেষ ১০টি টেস্ট ইনিংসে তিনটি শত রানের ইনিংস রয়েছে মাহমুদুল্লাহর।
শুক্রবার লাল-সবুজে বিভক্ত হয়ে খেলায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন লাল দল টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করে ৮৪.১ ওভারে ২৬৮ রান সংগ্রহ করে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ১০৭ রান সংগ্রহ করেন মাহমুদুল্লাহ। ১৮৯ বল খেলা ইনিংসটিতে ছিল ১০টি চারের মার। সেই সাথে আবু হায়দার রনি ৪০ ও সাব্বির রহমান ৩৪ রান করেন।
প্রস্তুতি ম্যাচ বলে দুবার ব্যাট করেন সাকিব। তবে তাতেও ভালো কিছু করতে পারেননি তিনি। প্রথম সুযোগে তাসকিনের বলে শূন্য রানে আউট। পরে মাত্র ৯ রানের মাথায় তাইজুলের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন।
বোলারদের মধ্যে ১২.১ ওভার বল করে ৪৫ রান দিয়ে ৪ উইকেট নেন তাসকিন। অন্যদিকে এবাদত হোসেন ৩টি এবং তাইজুল, মোসাদ্দেক ও আরিফুল ১টি করে উইকেট নেন।
শনিবার সবুজ দল তাদের প্রথম ইনিংস খেলতে মাঠে নামবে।