মাহমুদুল্লাহ রিয়াদ
টেস্ট ক্রিকেট থেকে মাহমুদুল্লাহ’র বিদায়
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদের ১২ বছরের দীর্ঘ টেস্ট ক্যারিয়ার ইতি টানার কথা জানিয়েছে।
বুধবার বিসিবির দেয়া এক বিবৃতিতে মাহমুদুল্লাহকে উদ্ধৃত করে বলা হয়েছে, “যে ফর্ম্যাটে আমি এতদিন ধরে খেলেছি,হঠাৎ করে সেটা ছেড়ে দেয়া সহজ না। আমি সবসময়ই ভাল কিছু করার চেষ্টা করেছি। তবে আমি বিশ্বাস করি আমার টেস্ট ক্যারিয়ার শেষ করার এটাই সঠিক সময়।”
মাহমুদুল্লাহ আরও বলেন, “আমি বিসিবি সভাপতির প্রতি কৃতজ্ঞতা জানাই, টেস্ট দলে ফেরার পরে সবসময় আমাকে সমর্থন করার জন্য। আমাকে উৎসাহিত করা এবং আমার ক্ষমতার ওপর বিশ্বাস রাখার জন্য আমার সতীর্থ এবং সহায়তাকারীদের ধন্যবাদ জানাই। বাংলাদেশের হয়ে টেস্ট খেলাতে পারাটা পরম সম্মান এবং মর্যাদার বিষয়, এসব স্মৃতি আমার মনে থাকবে।”
এর আগে গত বছর টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ হয়েছিলেন মাহমুদুল্লাহ সেসময় তাকে বাদ দিয়েছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
আরও পড়ুন: সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন নারী ক্রিকেটার শারমিন
চলতি বছরের জুলাইয়ে হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ৩৫ বছর বয়সী মাহমুদুল্লাহ তার ক্যারিয়ারের ৫০তম এবং শেষ টেস্ট খেলে। সে ম্যাচে বাংলাদেশ ২২০ রানের জয়ের রেকর্ড করে। ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংসে ডানহাতি এই ব্যাটসম্যান অপরাজিত ১৫০ রান করেন যা তার টেস্ট ইতিহাসে পঞ্চম সেঞ্চুরি। ওই ম্যাচ সেরা হন মাহমুদুল্লাহ।
২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্যাপ ফিরে পান এই অলরাউন্ডার। টেস্টে তার গড় রান রেট ৩৩ দশমিক ৪৯, এবং সর্ব মোট রান দুই হাজার ৯১৪। অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নেয়া মাহমুদুল্লাহর মোট উইকেট সংখ্যা ৪৩। ছয়টি টেস্টে তিনি বাংলাদেশ দলের হয়ে অধিনায়কত্ব করেছেন।
তবে ডানহাতি এই অলরাউন্ডার আন্তর্জাতিক পর্যায়ে সীমিত ওভারের ক্রিকেট (ওয়ান ডে) ম্যাচ খেলবেন।
আরও পড়ুন: 'সেক্সটিং' কেলেংকারি: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়কের পদত্যাগ
আইসিসি ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গাঙ্গুলি
৩ বছর আগে
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট করছে বাংলাদেশ
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে চার উইকেটে জিতেছে পাকিস্তান। তাই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ গুটিয়ে নেওয়ার সুযোগ এসেছে দ্বিতীয় ম্যাচে।
বিপরীতে বাংলাদেশের জন্য এই ম্যাচটি সিরিজ বাঁচিয়ে রাখার লড়াই। আর সে জন্য এই ম্যাচে জয় ছাড়া উপায় নেই টাইগারদের।
বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। অন্যদিকে পাকিস্তান হাসান আলীকে বিশ্রাম দিয়ে একাদশে নিয়েছে শাহীন আফ্রিদিকে। প্রথম টি-টোয়েন্টিতে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হন হাসান।
আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে সিরিজে টিকে থাকতে জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ
সোমবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান (ডব্লিউ), আমিনুল ইসলাম, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, শাদাব খান, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।
আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে হারায় টপ অর্ডার ব্যাটারদের দুষলেন মাহমুদউল্লাহ
৩ বছর আগে
মাহমুদউল্লাহ-তাসকিনের বীরত্বে ৪৬৮ রানে থামল বাংলাদেশ
স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্পোর্টস ক্লাবে একমাত্র টেস্টে মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদের রেকর্ড জুটিতে প্রথম ইনিংসে ৪৬৮ রান করেছে সফরকারী বাংলাদেশ।
১৭ মাস টেস্ট দলের বাইরে থাকা টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ এই সিরিজে ডাক পেয়েই তুলে নিয়েছেন ক্যারিয়ার সেরা ১৫০ রান। এটি তার পঞ্চম টেস্ট সেঞ্চুরি।
নয়ে নামা তাসকিন আহমেদও ক্যারিয়ারে প্রথম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। মিল্টন শাম্বার বলে বোল্ড হবার আগে ১৩৪ বলে করেছেন ৭৫ রান।
আরও পড়ুন: হারারে টেস্ট: লিটন-রিয়াদের দৃঢ়তায় প্রথম দিন শেষে স্বস্তি
তাসকিন আউট হওয়ার পর বিদায় নেন শেষ ব্যাটসম্যান এবাদত হোসেনও। বাংলাদেশের ইনিংস থামে ৪৬৮ রানে। মাহমুদউল্লাহ অপরাজিত ছিলেন ১৫০ রানে।
টেস্টের দ্বিতীয় দিনে দেশের হয়ে নবম উইকেট জুটিতে রেকর্ড ১৯১ রানের পার্টনারশিপ গড়েন মাহমুদউল্লাহ-তাসকিন। এর আগে ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুলনা টেস্টে নবম উইকেটে আবুল হাসানকে নিয়ে ১৯৭ বলে ১৮৪ রান করেছিলেন মাহমুদউল্লাহ।
এর আগে প্রথম দিন শেষে আট উইকেটে ২৯৪ রান করেছিল বাংলাদেশ। দিনশেষে মাহমুদউল্লাহ ৫৪ রানে এবং তাসকিন ১৩ রানে অপরাজিত ছিলেন।
পড়ুন: হারারে টেস্ট: শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
প্রথম দিনে শুরুর দুই সেশন জিম্বাবুয়ের রাজত্ব থাকলেও শেষ সেশনে মাহমুদউল্লাহ-লিটনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। লিটন সেঞ্চুরির (৯৫) খুব কাছে গিয়ে আউট হলেও মাহমুদুল্লাহ ছিলেন অপরাজিত। সপ্তম উইকেট জুটিতে দুজনের জুটি থেকে আসে ২৫৬ বলে ১৩৮ রান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৪৩ রান।
আরও পড়ুন: কোপা: কলম্বিয়াকে বিদায় জানিয়ে ফাইনালে আর্জেন্টিনা
৩ বছর আগে
বঙ্গবন্ধু টি২০ কাপের শিরোপা খুলনার ঘরে
বঙ্গবন্ধু টি২০ কাপের ফাইনালে শুক্রবার রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলে নিয়েছে জেমকন খুলনা।
৪ বছর আগে
কোভিড থেকে মুক্তি পেলেন মাহমুদুল্লাহ
বাংলাদেশের টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ কোভিড-১৯ থেকে মুক্তি পেয়েছেন। এ অলরাউন্ডার নিজেই তার সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে মঙ্গলবার খবরটি নিশ্চিত করেছেন।
৪ বছর আগে
সঠিক সময়ে জ্বলে উঠল মাহমুদুল্লাহর ব্যাট
ঢাকা, ৩০ আগস্ট (ইউএনবি)- প্রায় সপ্তাহ খানেক পর আফগানিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট আগে জ্বলে উঠল মাহমুদুল্লার ব্যাট।
৫ বছর আগে