ডেইলি টেলিগ্রাফ জানায়, সাকিব বিবিএলে অংশ নিতে আগ্রহ প্রকাশ করার পর একটি ক্লাব তার সাথে আলোচনার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমতি চাইলেও সেই অনুমতি দেয়নি সিএ।
কোনো খেলোয়াড় অনৈতিক কর্মকাণ্ডের কারণে শাস্তি পেলে বিগ ব্যাশে তাদের খেলার বিষয়ে সাধারণত অনুমতি প্রদান করে না সিএ’র নৈতিক পুলিশ বিভাগ। তাই সাকিবের সাথে কোনো চুক্তি অনুমোদিত হওয়ার সম্ভাবনা কম বলে নিশ্চিত করেছে সিএ।
আরও পড়ুন: একবছর পর ‘হোম অব ক্রিকেটে’ সাকিব
এর আগে, ২০১৩-২০১৪ সিরিজে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে এবং ২০১৪-২০১৫ সিরিজে মেলবোর্ন রেনেগেডসের হয়ে বিগ ব্যাশে খেলেছেন সাকিব। এখন পর্যন্ত একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিবিএলে খেলেছেন তিনি।
টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘প্রত্যেকের অনুভূতি সম্পর্কে জানা সহজ নয়। তারা আমাকে সন্দেহ বা অবিশ্বাস করতে পারে। আমি এটি অস্বীকার করছি না।’
এদিকে, সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ পেয়েছিলেন তারকা অলরাউন্ডার সাকিব। তবে, প্রথম থেকে খসড়া তালিকায় না থাকায় তাকে ওই টুর্নামেন্টে অংশ নেয়ার অনুমতি দেয়া হয়নি। কিন্তু বঙ্গবন্ধু টি-২০ কাপ ২০২০-এর মধ্য দিয়ে শিগগিরই মাঠে ফিরছেন তিনি।
আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এ প্রতিযোগিতায় খুলনার হয়ে খেলবেন সাকিব আল হাসান।
আরও পড়ুন: সাকিবকে হত্যার হুমকিদাতা মহসিন সুনামগঞ্জে গ্রেপ্তার