নেপালকে তাদের মাটিতেই টানা দ্বিতীয়বার হারিয়ে সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। অসামান্য এই কীর্তির পর নানা দিক থেকে প্রশংসায় ভাসছেন সাবিনা-ঋতুপর্ণারা। তবে শুধু প্রশংসা নয়, আর্থিক পুরস্কারের ঘোষণাও আসছে।
এশিয়ার মঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করায় সাফজয়ী বাংলাদেশ দলকে এক কোটি টাকা পুরস্কার দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শুধু তা-ই নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেও ঘোষণা করা হয়েছে আর্থিক পুরস্কার। পুরস্কার হিসেবে সাফজয়ী মেয়েদের ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কার প্রদানের এ ঘোষণা দেয় বিসিবি।
আরও পড়ুন: সাফজয়ী নারী দলকে ক্রীড়া মন্ত্রণালয়ের কোটি টাকা পুরস্কার
পুরো দলকে অভিনন্দন জানিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘আমাদের নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপে যা করেছে, আমরা গর্বিত। পুরো ক্রীড়াঙ্গনের এ সাফল্য উদ্যাপনে বিসিবিও যোগ দিচ্ছে।’
তিনি বলেন, ‘তাদের এই জয় অন্য সব খেলার খেলোয়াড়দের এবং বাংলাদেশের মেয়েদের অনুপ্রেরণা জোগাবে। আমরাও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল বিভাগকে অভিনন্দন জানাই।’
ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে বিসিবির সমর্থনের কথা জানিয়ে ফারুক আহমেদ বলেন, ‘বিসিবি খেলায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে সব সময় বদ্ধপরিকর। এই ঐতিহাসিক জয় খেলায় মেয়েদের অংশগ্রহণের ক্ষেত্রে আগ্রহ বাড়াবে এবং পুরো দেশের সমর্থন জোগাবে।’
আরও পড়ুন: নারী ফুটবলারদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের আশ্বাস শফিকুল আলমের
এর আগে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সাবিনাদের হাতে এক কোটি টাকার আর্থিক পুরস্কারের চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এ সময় মেয়েদের বকেয়া বেতনের প্রসঙ্গটিও তোলেন তিনি। বলেন, ‘দেশের মানুষ যেভাবে তাদের বরণ করেছে, এজন্য ধন্যবাদ জানাতে চাই। নারীদের ক্রীড়াক্ষেত্রে কিছু অভিযোগ আছে, যেমন: বেতনবৈষম্য। এ বিষয়ে বিসিবি ও বাফুফের সঙ্গে কথা বলেছি; দ্রুতই সমাধান করব।’