শুক্রবার কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সেশনে ৫ উইকেট নিয়ে সিলেট টেস্টে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ।
ইনিংসের শুরুতেই বাংলাদেশের পেস আক্রমণের সামনে শ্রীলঙ্কার টপ ও মিডল অর্ডারকে লড়াই করতে হয়েছে।
খালেদ আহমেদ ৩টি ও শরিফুল ইসলাম ১টি উইকেট নেন। রান আউটে আরও একটি উইকেটের পতন হয়।
অভিষেক হওয়া পেসার নাহিদ রানা ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করে লঙ্কান ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেন।
টস জিতে বাংলাদেশ পরিস্থিতি ও পেসারদের ভালো পারফরম্যান্সের সম্ভাবনা বিবেচনায় প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন: ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়লেন মুশফিক
দ্বিতীয় ওভারেই শ্রীলঙ্কা হারায় তাদের ওপেনার নিশান মাদুশকাকে। খালেদের বলে আর মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ক্যাচে উইকেটটি বাংলাদেশের দখলে আসে।
শুরুতেই উইকেট হারালেও থিতু হওয়ার চেষ্টা করেন দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিস। ১২তম ওভারে করুনারত্নে ও মেন্ডিসকে আউট করেন খালেদ।
৫০ রানে পৌঁছানোর আগেই শ্রীলঙ্কা ৪ উইকেট হারিয়ে ফেলে। অ্যাঞ্জেলো ম্যাথিউস রান আউট হন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বলে। প্রথম দিন লাঞ্চের ঠিক আগে মেহেদির বলে লেগ স্লিপে শরিফুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে দিনেশ চান্দিমাল মাঠ ছাড়েন।
এরপর অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস ষষ্ঠ উইকেট জুটি গড়ে শ্রীলঙ্কার ইনিংসকে স্থিতিশীল করেন। তবে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ভালো স্কোর করতে তাদের এখনও অনেক কাজ করতে হবে।