সিলেট, ০৫ নভেম্বর (ইউএনবি)- সিলেট টেস্টে দুর্দান্ত বোলিংয়ের প্রদর্শনী ঘটিয়েছেন বাঁহাতি অর্থোডক্স স্পিনার তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ৬টি উইকেট তুলে নিয়েছেন তাইজুল। দ্বিতীয় ইনিংসেও জিম্বাবুয়েকে ধসিয়ে দিতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।
দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের ছয় উইকেটের মধ্যে চারটিই শিকার করেছেন তাইজুল। ম্যাচে তার উইকেট হয়েছে ১০টি। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে উইকেটের দিক থেকে মাশরাফিকে টপকে গেছেন তাইজুল।
ইনজুরির কারণে ২০০৯ সালের পর আর টেস্ট খেলছেন না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ৩৬ ম্যাচের ৬১ ইনিংসে মাশরাফির উইকেট ছিল ৭৮টি। তাইজুল ইসলাম ২০ ম্যাচের ৩৪ ইনিংসে শিকার করেছেন ৭৯টি উইকেট।
সিলেট টেস্টের আগে তার উইকেট ছিল ৬৯টি। এ টেস্টে ১১ উইকেট দখল করে মাশরাফিকে টপকে যান তাইজুল।
টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসান। ৫৩ ম্যাচে তার উইকেট ১৯৬টি। এর পরে আছেন মোহাম্মদ রফিক (৩৩ টেস্টে ১০০ উইকেট)। সে হিসেবে তাইজুল ইসলাম এখন বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি।