সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে খেলার সময় আপত্তিকর অঙ্গভঙ্গি করার অভিযোগে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
রবিবার আল নাসর রিয়াদের প্রতিদ্বন্দ্বী আল-শাবাবকে ৩-২ গোলে পরাজিত করার পর ভিডিও ফুটেজে দেখা যায়, রোনালদো অশালীন অঙ্গভঙ্গি করেন এবং তা আল-শাবাব ভক্তদের লক্ষ্য করেই করা হয়েছে বলে মনে হয়।
গ্যালারি থেকে রোনালদোর দীর্ঘদিনের ফুটবল প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে লক্ষ্য করে 'মেসি' স্লোগান শোনা যায়।
সৌদি আরব ফুটবল ফেডারেশনের (সাফ) ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধের ঘোষণা দেয়। আল-নাসরের পরবর্তী লিগ ম্যাচ বৃহস্পতিবার ঘরের মাঠে আল-হাজমের বিপক্ষে।
আরও পড়ুন: ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো এখন ঢাকায়
রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকাকে আল শাবাবকে ২০ হাজার সৌদি রিয়াল জরিমানাও দিতে হবে। এটি মূলত অভিযোগ দায়েরের খরচ মেটানোর জন্য এবং এর অর্ধেক ফেডারেশনকেও দিতে হবে।
কমিটি বলেছে, এই সিদ্ধান্ত আপিলের জন্য উন্মুক্ত নয়।
ঘটনাটি টেলিভিশন ক্যামেরায় ধরা না পড়লেও সৌদি আরবে সাবেক খেলোয়াড় ও ধারাভাষ্যকারদের দ্বারা ব্যাপকভাবে সমালোচিত হয়।
সৌদি আরবের গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ৩৯ বছর বয়সী এই ব্যক্তি কমিটিকে বলেছেন যে এই অঙ্গভঙ্গি ইউরোপে বিজয় সূচক এবং যা বেশ সাধারণ বিষয়।
আরও পড়ুন: সৌদির আল হিলালে যাচ্ছেন নেইমার