মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হচ্ছে ৩২তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা।
আগামীকাল রবিবার (১৫ অক্টোবর) বিকালে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
আরও পড়ুন: আইএসডির শিক্ষার্থীদের সাঁতারের পারদর্শিতা প্রদর্শন
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের (বিএসএফ) ব্যবস্থাপনায় ও ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বিএসএফ সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
৩৮টি সাঁতার ইভেন্টে (পুরুষ ও নারীদের জন্য ১৯টি করে ইভেন্ট), তিনটি ডাইভিং ইভেন্ট এবং একটি ওয়াটার পোলো ইভেন্টে ৫২টি দলের প্রায় ৫৫০ জন ক্রীড়াবিদ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক ছাড়াও চ্যাম্পিয়ন দল, রানার্সআপ দল এবং প্রতিযোগিতার সেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদদেরও পুরস্কার দেওয়া হবে।
বিএসএফের সাধারণ সম্পাদক এমবি সাইফ শনিবার বিওএ'র ডাচ-বাংলা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বিএসএফের সহসভাপতি এম আবদুল হামিদ এবং স্পন্সর ম্যাক্স গ্রুপের প্রতিনিধি ইব্রাহিম খলিল পলাশ উপস্থিত ছিলেন।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএসএফ সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিএসএফের জ্যেষ্ঠ সহসভাপতি ও প্রতিযোগিতার স্পন্সর ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর।