বাংলাদেশে যাত্রা শুরু করল বিশ্বব্যাপী মহাসাগর ও জলবায়ু রক্ষণাবেক্ষণে কাজ করা অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল সিকিপারস সোসাইটি।
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) প্রধান সম্পাদক ও কসমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতউল্লাহ খানকে বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি করা হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
ইন্টারন্যাশনাল সিকিপারস সোসাইটি, এশিয়ার সভাপতি জুলিয়ান চ্যাং বলেন, ‘আমরা ইন্টারন্যাশনাল সিকিপারস সোসাইটি, বাংলাদেশ নামে একটি চ্যাপ্টার চালু করেছি। বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি হিসেবে খানের নিয়োগ কার্যকর হবে চলতি বছরের ২০ অক্টোবর থেকে।’
আরও পড়ুন: বুলগেরিয়ায় বিশ্ব সংবাদ সংস্থার সম্মেলনে যোগ দিচ্ছেন এনায়েতউল্লাহ খান
জুলিয়ান চ্যাং তার চিঠিতে লিখেছেন, এই চ্যাপ্টারটি ইন্টারন্যাশনাল সিকিপারস সোসাইটি, এশিয়ার একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টারের সমস্ত বিষয় আন্তর্জাতিক সিকিপারস সোসাইটি, এশিয়ার সঙ্গে যুক্ত থাকবে। সেই সঙ্গে এসব বিষয়ের অনুমোদনও দেবে আন্তর্জাতিক সিকিপারস সোসাইটি, এশিয়া।
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল সিকিপারস সোসাইটি বিশ্বব্যাপী মহাসাগর ও জলবায়ু স্বাস্থ্য নিয়ে কাজ করে।
আরও পড়ুন: সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের এনআইসি সদস্য হলেন এনায়েতউল্লাহ খান