নাটোরের চলনবিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে চলনবিল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি ও প্রশাসন।
তারা বৃহস্পতিবার সকাল থেকে সিংড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার পাখি শিকারিকে আটক করে জেল-জরিমান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু এবং সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান জানান, আইন লঙ্ঘন করে অবাধে পাখি শিকার করার অপরাধে শিকারি শমসের আলী ও আব্দুল জব্বারকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সাইফুল ইসলাম ও ইয়াকুব আলীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ সময় শিকারিদের হাতে ধরা পড়া বিভিন্ন প্রজাতির ৬০ পাখি অবমুক্ত এবং পাখি শিকারে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী পুড়িয়ে ফেলা হয়।
চলনবিলে পানি কমার সাথে সাথে পাখি শিকারে নেমে পড়ে শিকারির দল।