আগামী বছরের মধ্যে দেশের জলাভূমি সংরক্ষণের জন্য ম্যাপ তৈরি করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
তিনি বলেন, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারে করণীয় নির্ধারণের লক্ষ্যে এই ম্যাপ তৈরি করা জরুরি।
রবিবার (৪ জানুয়ারি) বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে বন বিভাগ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিবেশমন্ত্রী।
পরিবেশমন্ত্রী বলেন, জলাভূমি পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। জীববৈচিত্র্য রক্ষা, বন্যা ব্যবস্থাপনা ও জীবিকা নির্বাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এগুলো। সরকার জলাভূমি রক্ষায় বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
এ সময় জলাভূমি রক্ষায় সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান মন্ত্রী।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: পরিবেশমন্ত্রী
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরী।
আলোচকদের মধ্যে ছিলেন নেচার অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা এনাম উল হক।
অতিথিদের স্বাগত জানান বন ব্যবস্থাপনা উইংয়ের উপপ্রধান বন সংরক্ষক মো. জাহিদুল কবির।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর ন্যাচারাল রিসোর্সেস স্টাডিজের নির্বাহী পরিচালক ড. এম মোখলেসুর রহমান এবং বন অধিদপ্তরের বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ইমরান আহমেদ।
আরও পড়ুন: সুন্দরভাবে বাঁচতে মানুষকে নদী, জলাশয়ের সঙ্গে চলতে হবে: পরিবেশমন্ত্রী