টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর ও সৈয়দপুর অঞ্চল সমূঞের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
এদিকে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে।
সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র প্রবল অবস্থায় বিরাজ করছে।
রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেতুলিয়ায় ২৪ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে ৬৮ মিলিমিটার।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে এবং মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৮ মিনিটে।