সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে।
বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, ‘রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।’
তবে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে বিএমডি বুলেটিনে বলা হয়েছে।
অশনি দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ায় রাতভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর বুধবার সকালেও ফরিদপুর ও পটুয়াখালীতে বৃষ্টিপাত হয়েছে।
বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে ফরিদপুর আবহাওয়া অফিস।
তারা জানিয়েছে, ‘আগামী আরও দুই দিন এ অবস্থা চলবে’
ইউএনবি পটুয়াখালী প্রতিনিধির রিপোর্ট: পটুয়াখালী আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ রাহাত হোসেন বলেন, ‘জেলায় আরও দুই দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে।’
এছাড়া জেলার টানা দুই দিনের বৃষ্টির প্রভাবে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ‘অশনি’ দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত