মঙ্গলবার দুপুরে কানসাট আম আড়তদার সমিতি ও উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল একটি আম গাছ থেকে আম পেড়ে আম সংগ্রহ ও বেচা-কেনার উদ্বোধন করেন।
এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতারের সভাপত্বিতে সভায় উপস্থিত ছিলেন-কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারমান বেনাউল ইসলাম, কানসাট আম আড়তদার সমিতির নেতরা, ব্যবসায়ী ও স্থানীয় আম চাষিরা।
তবে প্রথমদিন বাজারে তেমন আমের দেখা না মিললেও আগামী কয়েকদিনের মধ্যে গোপালভোগসহ গুটি জাতের আম বাজারে বেচা-কেনা শুরু হবে এবং সপ্তাহ খানেকের মধ্যে আমের বাজার জমে উঠবে বলে আশা প্রকাশ করেন ব্যবসায়ীরা।
এ সময় চাষীদের স্বাস্থ্যবিধি মেনে আম পাড়া ও বাজারজাতের আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
চাষিরা জানান, এই বাজার থেকে বিষমুক্ত আম সারা দেশেই সরবরাহ করা হবে।
এছাড়া জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজারেও আম বেচা-কেনার উদ্বোধন করা হয়।