বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) পূর্বাভাসে বলেছে, ঢাকাসহ অন্যান্য ৭ বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়, উত্তর বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং তৎসংলগ্ন এলাকায় চিহ্নিত নিম্নচাপটি মঙ্গলবার (০১ আগস্ট) উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি মৌসুমি নিম্নচাপে ঘনীভূত হয়েছে।
আরও পড়ুন: ঈদ উল আযহায় সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে: বিএমডি
এতে আরও বলা হয়, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগ এবং চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।
এদিকে মঙ্গলবার সকাল ৬টায় উত্তর বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় চিহ্নিত নিম্নচাপটি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি মৌসুমি নিম্নচাপে ঘনীভূত হয়েছে। এছাড়া এটি আরও ঘণীভূত হতে পারে এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, নিম্নচাপের কেন্দ্র বাংলাদেশের দক্ষিণাঞ্চল জুড়ে আসাম পর্যন্ত বিস্তৃত।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে শক্তিশালী অবস্থায় রয়েছে।
আরও পড়ুন: আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে আরও বৃষ্টিপাত হতে পারে: বিএমডি