আবহাওয়া অধিদপ্তর সোমবার জানিয়েছে, সারাদেশে মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থানে থাকায় আগামী ২৪ ঘণ্টায় দেশে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন: ঢাকার বাতাসের মান ‘ভালো’
সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রংপুরের তেতুলিয়ায় সর্বোচ্চ ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষক দল (বিডাব্লিউওটি) জানিয়েছে, উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে, তবে জুনের শেষে বা জুলাইয়ের প্রথম সপ্তাহে ভারী বৃষ্টিপাতের কারণে তা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে বন্যা পরিস্থিতির আরও অবনতির সম্ভাবনা নেই।
এছাড়া দেশের প্রধান নদ-নদীগুলোর পানির স্তর কমছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বিডব্লিউডিবি) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আরও পড়ুন: জুনের শেষে বা জুলাইয়ের ১ম সপ্তাহে উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা