বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়া অফিসের বুলেটিন বলা হয়, ‘রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে।’
এতে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায়ও বৃষ্টি হতে পারে।
এদিকে, সিলেটে শনিবার সকালে এক ঘণ্টার মধ্যে চারবার ভূমিকম্প অনুভূত হওয়ার পর বেলা ২টায় আরেক দফা ভূমিকম্প অনুভূত হয়েছে।
আরও পড়ুন: সিলেটে আরেক দফা ভূমিকম্প
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, এই নিয়ে আজ পাঁচবার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল সিলেট।
সকাল ১০টা ৩৭ মিনিটে, ১০টা ৫১ মিনিটে, বেলা সাড়ে ১১টায় এবং ১১.৩৪ মিনিটে চার দফা ভূমিকম্প অনুভূত হয়।
ঢাকা আবহাওয়া অফিসের ভূমিকম্পের ইনচার্জ মোমিনুল ইসলাম জানান, ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল সিলেট। রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১।
সাড়ে তিন ঘণ্টার মধ্যে পাঁচবার ভূমিকম্প হওয়ায় সিলেট জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ সৈয়দ আহমদ চৌধুরী বলেন, এক ঘণ্টার ব্যবধানে চারটি এবং বিকালে আরেকটি ভূমিকম্প আঘাত হানে।