মেরু প্রভা (নর্দান লাইট) দেখে ফেরার পথে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে, খবর সিবিসি নিউজ।
নিহতরা হলেন আল নোমান আদিত্য, আরানুর আজাদ চৌধুরী ও রাইসুল বাঁধন। তারা ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন: ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
সৌদি আরবে অগ্নিকাণ্ডে দুই ভাইসহ বাংলাদেশি ৬ শ্রমিক নিহত
ম্যানিটোবার মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে তারা ঘটনাস্থলে নিহত হন।
খবরে বলা হয়, সকাল সাড়ে ৬টার আগ মুহূর্তে আরবর্গ শহর থেকে ১০ কিলোমিটার দক্ষিণে হাইওয়ে-৭-এ উত্তর দিকে যাওয়া একটি গাড়ির সাথে দক্ষিণমুখী আরেক গাড়ির সংঘর্ষ হয়। উত্তরমুখী গাড়িটি চালাচ্ছিলেন ৫৩ বছর বয়সী এক নারী। তিনি আহত হলেও আঘাত গুরুতর হয়নি এবং তাকে উইনিপেগের হাসপাতালে পাঠানো হয়েছে।
আদিত্য, আজাদ ও বাঁধনকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে পিএইচডি করা চুয়েট শিক্ষকের মৃত্যু
জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৪: আরএসএফ
নিহতদের মধ্যে দুই শিক্ষার্থীর বয়স ২৩ বছর। পুলিশ তৃতীয় ছাত্রের বয়স জানাতে পারেনি।
তাদের বন্ধু ফারদিন জারিফের বরাত দিয়ে সিবিসি জানায়, তৃতীয় বর্ষের শিক্ষার্থী আজাদ পরিসংখ্যান বিষয়ে, তৃতীয় বর্ষের আরেক শিক্ষার্থী বাঁধন অ্যাসপার স্কুল অব বিজনেসে অ্যাকাউন্টিং ও সাপ্লাই চেইন এবং আদিত্য কৃষি বিষয়ে পড়াশোনা করছিলেন।