কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মুহাম্মদ হাবিবুর রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
আসন্ন পবিত্র আশুরা ও তাজিয়া মিছিলকে কেন্দ্র করে পুরান ঢাকার হোসাইনী দালান ইমামবাড়াতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ডিএমপি কমিশনার বলেন, আদালতের নির্দেশ আমাদের মানতে হবে। তাই আদালতের নির্দেশের প্রতি শ্রদ্ধা রেখেই পুলিশ কাজ করবে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে তা কঠোর হাতে মোকাবিলা করা হবে।’
পবিত্র আশুরা ও তাজিয়া শোভাযাত্রার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে হাবিবুর রহমান বলেন, যারা পবিত্র আশুরা ও তাজিয়া শোভাযাত্রা পালন করবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ইমামবাড়া সংলগ্ন বহুতল ভবন থেকে নিরাপত্তা মনিটরিং করা হবে। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
কমিশনার আরও বলেন, যেহেতু শোভাযাত্রার সময় পতাকা বহন করার রীতি রয়েছে, তাই তাদের (অনুষ্ঠানের আয়োজকদের) সতর্ক করা হয়েছে যে এটি খুব বেশি উঁচু না রাখতে যাতে এটি বৈদ্যুতিক তারে স্পর্শ না করে।