আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য স্থাপিত দুই হাজার শয্যাবিশিষ্ট আইসোলেশন ইউনিট রবিবার উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুপুরে বিশেষায়িত এ হাসপাতালের উদ্বোধন করা হবে।
এর আগে গত ৯ এপ্রিল আইসিসিবিতে দুই হাজার শয্যাবিশিষ্ট আইসোলেশন ইউনিট স্থাপনের সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
গত ২৯ এপ্রিল আইসিসিবিতে আইসোলেশন ইউনিট পরিদর্শনকালে তিনি আরও জানান, করোনাভাইরাসের জন্য সারাদেশে ২০ হাজারেরও বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত রয়েছে।
অন্যদিকে ডিএনসিসি মার্কেটে ১ হাজার ৩০০ এবং উত্তরার দিয়াবাড়ীতে ১ হাজার ২০০ শয্যা এখন পুরোপুরি প্রস্তুত। পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন জেলা ও উপজেলায় আরও ৬০১টি প্রতিষ্ঠান আইসোলেশন কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে।
গত কয়েকদিন ধরেই বাংলাদেশে শত শত নতুন করোনা রোগী শনাক্ত হওয়ায় করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে।