সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২১ জন বাংলাদেশিকে ফের পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৯ মে) ভোরের দিকে বিয়ানীবাজার সীমান্তের নওয়াগ্রাম এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়।
আটককৃতদের মধ্যে পাঁচজন পুরুষ, আটজন মহিলা ও আটজন শিশু রয়েছে। এর আগে গত ২৫ মে একই সীমান্ত দিয়ে আরও ৩২ জনকে পুশইন করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আটকরা হলেন—কেরামত শেখ (৬০), রমেছা বেগম (৫৫), বিষ্টুপুরের কুলছুম শেখ (২০), ওমর শেখ (২ মাস), নড়াগেতির জহুরা বেগম (৬০), সোহাগী বেগম (৩২), সিদ্দিক শিকদার (১৮), সুমাইয়া বেগম (১১), রাফি শিকদার (৯), হাসান শিকদার (৩), জুয়েল শাহানুর শেখ (২৮), মরিয়ম খাতুন (২৫), আমেনা খাতুন (৮), আনার শেখ (২ মাস), তাছলিমা বেগম (৩৫), ইয়ামিন (১৭), ইয়াসিন (৫), ইয়াকুব (৪), রোকসানা (৩৫), আজগর আলী (৪০) ও ইতি বেগম (৩৬)।
আরও পড়ুন: লালমনিরহাটে বিজিবির বাধায় পুশইনে ব্যর্থ বিএসএফ
বিজিবি জানায়, ৫২ ব্যাটালিয়নের টহল দল সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ প্রবেশের সময় তাদের আটক করে। পরে তাদের বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, "আটক সবাই বাংলাদেশি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এটি নিশ্চিত হওয়া গেছে।"
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উজ্জামান বলেন, "২১ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।"