ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী
আবারও বিয়ানীবাজার সীমান্তে ২১ জনকে পুশইন করল বিএসএফ
সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২১ জন বাংলাদেশিকে ফের পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৯ মে) ভোরের দিকে বিয়ানীবাজার সীমান্তের নওয়াগ্রাম এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়।
আটককৃতদের মধ্যে পাঁচজন পুরুষ, আটজন মহিলা ও আটজন শিশু রয়েছে। এর আগে গত ২৫ মে একই সীমান্ত দিয়ে আরও ৩২ জনকে পুশইন করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আটকরা হলেন—কেরামত শেখ (৬০), রমেছা বেগম (৫৫), বিষ্টুপুরের কুলছুম শেখ (২০), ওমর শেখ (২ মাস), নড়াগেতির জহুরা বেগম (৬০), সোহাগী বেগম (৩২), সিদ্দিক শিকদার (১৮), সুমাইয়া বেগম (১১), রাফি শিকদার (৯), হাসান শিকদার (৩), জুয়েল শাহানুর শেখ (২৮), মরিয়ম খাতুন (২৫), আমেনা খাতুন (৮), আনার শেখ (২ মাস), তাছলিমা বেগম (৩৫), ইয়ামিন (১৭), ইয়াসিন (৫), ইয়াকুব (৪), রোকসানা (৩৫), আজগর আলী (৪০) ও ইতি বেগম (৩৬)।
আরও পড়ুন: লালমনিরহাটে বিজিবির বাধায় পুশইনে ব্যর্থ বিএসএফ
বিজিবি জানায়, ৫২ ব্যাটালিয়নের টহল দল সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ প্রবেশের সময় তাদের আটক করে। পরে তাদের বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, "আটক সবাই বাংলাদেশি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এটি নিশ্চিত হওয়া গেছে।"
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উজ্জামান বলেন, "২১ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।"
২৩৩ দিন আগে
ঠাকুরগাঁও সীমান্তে ৪ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সীমান্তে ভারতের অভ্যন্তরে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (৭ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জগদল সীমান্তের প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— বালিয়াডাঙ্গী উপজেলার বেলপুকুর গ্রামের মিস্টার (৩২), মোড়লহাট জিয়াবাড়ী এলাকার হামিদুল ইসলাম (৩১) ও একই এলাকার শামীম (২৪)। বাকি একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
তারা বেশ কিছুদিন আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় ও বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের জগদল বিওপি সূত্রে জানা যায়, রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহলদল চার বাংলাদেশিকে আটক করে ভারতের সীমান্ত রক্ষীবাহিনীর টিমগাঁও বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়।
আরও পড়ুন: মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ‘আটকের খবর পাওয়ার পর তিনি এলাকায় খোঁজখবর নিয়েছেন। তবে স্থানীয় কেউ আটকদের পরিচয় নিশ্চিত করেনি। তবে এটি নিশ্চিত যে, চারজন বাংলাদেশি নাগরিক বিএসএফের হাতে আটক হয়েছেন।’
এ বিষয়ে ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেলেন্ট কর্নেল তানজীর আহমেদ বলেন, ‘আটক যুবকরা ভারত থেকে কাটাতারের বেড়া ডিঙিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টাকালে বিএসএফ তাদের আটক করে।’
তিনি বলেন, ‘আমরা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছি। বিকালে বৈঠক হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে তাদের ফিরিয়ে আনা যায়।’
২৫৪ দিন আগে
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. হাসান নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
সোমবার (২২ এপ্রিল) সকালের দিকে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাসান কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের কাইমপুর গ্রামের জারু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক। হাসান তার ৫ ভাইয়ের মধ্যে সবার ছোট এবং হাসানের স্ত্রী ও ৪ মাস বয়সী এক ছেলে রয়েছে।
আরও পড়ুন: গোমস্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
প্রত্যক্ষদর্শী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও হাসপাতাল সূত্রে জানা যায়, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকায় ভারত সীমান্তের ২০৫০ পিলার এলাকায় হাসানসহ ৪/৫ বন্ধু শূন্য রেখা এলাকায় ঘুরতে যায়।
এ সময় ভারতের ওই এলাকার ৩ নম্বর গেট দিয়ে বিএসএফের পক্ষ থেকে গুলি করা হয়। গুলিটি হাসানের শরীরের পেছনের দিকে আঘাত করে। এতে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় কয়েকজন লোক তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক (সিও) জাবেদ বিন জব্বার সীমান্তে বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে মারা যাওয়ার বিষয়ে বলেন, ‘আমরা তদন্ত করছি।’
এদিকে দুপুরে বিজিবি ও বিএসএফের কোম্পানি পর্যায়ে বৈঠক হয়েছে।
বৈঠকে বিজিবির পক্ষ থেকে ঘটনাটির আনুষ্ঠিানিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে এবং বিএসএফ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে অনাকাঙ্খিত ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে আশ্বস্ত করে।
আরও পড়ুন: লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে সাবেক ইউপি সদস্য আহত
বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
৬৩৪ দিন আগে
বিএসএফের হাতে বাংলাদেশি ট্রাকচালক আটক
ভারতের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে রপ্তানির পণ্য খালাস করে দেশে ফেরার পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক বাংলাদেশি ট্রাকচালককে আটক করেছে।
১৭৯২ দিন আগে
বিএসএফের ছোড়া রাবার বুলেটে লালমনিরহাটে বাংলাদেশি যুবক নিহত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ঝালঙ্গী সীমান্তে শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটের আঘাতে বাংলাদেশি এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
১৮২৮ দিন আগে
সীমান্তে ফেলানী হত্যা: ১০ বছরেও বিচার পায়নি পরিবার
বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১০ বছরেও বিচার পায়নি তার পরিবার।
১৮৩৬ দিন আগে
বিজয় দিবসের ভোরে বাংলাদেশির প্রাণ গেল বিএসএফের গুলিতে
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
১৮৫৭ দিন আগে
‘বাংলাদেশ ভূখণ্ডে’ গুলি করে আহত কৃষককে নিয়ে গেল বিএসএফ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে নিজ জমিতে কাজ করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মঙ্গলবার এক কৃষক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২১৭৩ দিন আগে
কুড়িগ্রামে ‘বিএসএফের গুলিতে’ বাংলাদেশি তরুণ নিহত
নাগেশ্বরী উপজেলার পাখিউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২১৭৬ দিন আগে
৮ দিন পর বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ
যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের নির্যাতনের কারণে নিহত বাংলাদেশির লাশ আট দিন পর বৃহস্পতিবার ফেরত দিয়েছে বিএসএফ।
২১৭৮ দিন আগে